You are currently viewing অক্ষয় তৃতীয়ার সঙ্গে ঈদের মেলবন্ধন

অক্ষয় তৃতীয়ার সঙ্গে ঈদের মেলবন্ধন

*অক্ষয় তৃতীয়ার সঙ্গে ঈদের মেলবন্ধন*
আজ হিন্দু ধর্মাবলম্বীদের অক্ষয় তৃতীয়া এবং মুসলমান ধর্মাবলম্বীদের ঈদ দুই ভিন্ন ধর্মের দুই উৎসব একই দিনে পড়ায় দিনটির মধ্যে সৌহর্দ্য ও সম্প্রীতির বন্ধন পরিলক্ষিত হচ্ছে।এর পাশাপাশি ধর্মনিরপেক্ষতার হাতছানিও রয়েছে।
আজকাল সমস্ত উৎসবই প্রাণখুলে উদযাপিত হয়। শহরের সমস্ত সুবিন্যস্ত স্থানগুলো মানুষে মানুষে ছয়লাপ হয়ে যায়।
হিন্দুদের অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে উদযাপিত হয়। এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কথিত আছে এই পবিত্র দিনটিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা চিরকাল অক্ষয় হয়ে থাকে।আর অক্ষয় শব্দের অর্থই তো যা ক্ষয়প্রাপ্ত হয় না, যা অক্ষয় থাকে। অনেক মানুষই বিশ্বাস করে যে এই দিনটি হল ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য উৎকৃষ্ট একটি দিন। তাই এই দিনে অনেকেই দেবী লক্ষ্মীর আরাধনা করে থাকে। পুরাণ অনুসারে এই দিনটি থেকেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল। তাই এই দিনটিকে একটি শুভময় দিন হিসেবে গণ্য করা হয়। অক্ষয় তৃতীয়া লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
অপরদিকে মুসলমানদের ঈদও একটি পবিত্র দিন হিসেবে বিবেচ্য। সমস্ত মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ অর্থাৎ ঈদুল ফিতর। ‘ঈদুল ফিতর’ এই শব্দ দুটি আরবি শব্দ। এর অর্থই বহন করছে উৎসব,আনন্দ, উল্লাস,রোজা ভঙ্গ,খাওয়া দাওয়া প্রভৃতি। এই উৎসব সারা বিশ্বের মুসলমানদের জাতীয় উৎসব এবং এটি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয়। সুদীর্ঘ এক মাস ব্যাপী কঠোর সাধনার পরে মুসলমানরা রোজা ভঙ্গ করে আল্লাহর উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণ করে ধরণীর বুকে এই আনন্দ উৎসব পালন করে।
রমজানের ঐ রোজা শেষে এক ফালি উদিত চাঁদ নিয়ে আসে খুশির ঈদ। এই নির্মল আনন্দ সভায় মুসলমানরা আত্মশুদ্ধির আনন্দে পরস্পর ঐক্যবদ্ধ হয় এবং কোলাকুলিতে একাত্ম হয়ে যায়। এই উৎসব যেন ভালোবাসার বন্ধনে সবাইকে নতুন করে আবদ্ধ করে এবং পরস্পর পরস্পরের আনন্দ সমভাবে ভাগাভাগি করে নেয়।
এই দিনটি প্রত্যেক মুসলমান নারী-পুরুষের জীবনেই অশেষ মহিমায় অনন্য। বিশ্বের সমস্ত মুসলমান ধর্মাবলম্বীরা এই পবিত্র দিনটির জন্য অপেক্ষা করে থাকে। ঈদের এই উল্লাসে ভরা দিনটিতে এক অনাবিল আনন্দধারা প্রবাহিত হয়।
আজকের এই দিনটি হিন্দু-মুসলিম দুই ভিন্ন সম্প্রদায়ের পবিত্র দুটি উৎসব উদযাপনে পুণ্যময় হয়ে উঠল।
©প্রিয়াঙ্কা🍁

inbound46612131769906803.jpg

Priyanka Ghosh

Leave a Reply