You are currently viewing অনন্তকালের

অনন্তকালের

অনন্তকালের
স্বপন কুমার বৈদ্য
তারিখ- ১৭/০৪/২০২৩ ইং
~~~~~~~~
আর কতো রাত নির্ঘুম কাটালে
তোমার দেখা পাবো
আর কতোটা হাত বাড়ালে
তোমাকে ছুঁতে পারবো
আর কতো বিকেল নষ্ট করলে
পাশে এসে বসবে তুমি
আর কতোটা পথ হাঁটলে
তোমার ছায়ার সাথী হবো
আর কতো স্বপ্ন বুনলে তুমি
খুশি হবে
গহীন রাতে এসে
আমার বুকে মাথা রাখবে নীরবে !
আর কতো ফুল ছিঁড়ে জড়ো করলে
তোমার বাসর সাজানো হবে
সব ঋতু পেরিয়ে এলাম, তোমার
সাক্ষাত পাবো আর কবে ?
অশ্রুর নোনা জলে ভেসেছি
দুঃখ পেয়েও মিছেমিছি হেসেছি
পথে পথে তোমাকে খুঁজেছি
আমি কি মোটেও আমার আছি ?
দুঃখ নয় ক্লেশ নয় চাই একটু ভালোবাসা
তোমাকে পেলেই পূর্ণ হবে আমার
অনন্তকালের সে আশা।

IMG_20230401_163307.jpg

স্বপন কুমার বৈদ্য

Leave a Reply