অপূর্ব সকাল।
কলমে-ছন্দা
তারিখ –৩১/০৩/২০২৩
——————————————–
অপূর্ব সুন্দর এক সকাল উপহার দিলে আমাকে
যে সকালে হিম পড়ে টুপটুপ করে মিষ্টি আবেশে!
রোদ ছুঁয়ে দেয় আলতো করে ঘাসের ডগাকে।
ঝিলমিল করে ওঠে সোনা ধানের শীষেরা
দিবাকর নীরবে হাসে ,এই অপরূপ শোভায়!
হঠাৎ দিনের আলো হারিয়ে গেল কোথায়—
ধীরে ধীরে ধেয়ে এলো এক দঙ্গল মোষরঙা মেঘ
আকাশে আবছা আলো-আঁধার ছড়িয়ে পড়লো!
শীতের নরম রোদ্দুর ফিরে গেল এক অজানায়
সকালটা কেমন মায়াময় রঙে সেজে উঠলো—
সহসা এলোমেলো শীতল হাওয়া ভেসে এলো
ঝুপঝুপ করে এক পশলা বৃষ্টি ঝরে পড়লো!
যেন তোমার দেওয়া ফুলের পাপড়ি ছুড়ে দেওয়া
আশ্চর্য এক সুন্দর অনুভূতি তে মন পাড়ি দিল,
যেখানে দিগন্ত রেখার ওপারে,এক দুর্নিবার টান
প্রতিনিয়ত আমার হিয়ার মাঝে তোলে হিল্লোল!
—————————————————————————-
Chhanda Paul