অপেক্ষমাণ
—দীপক বেরা
সুদূর বিদেশভ্রমণে গিয়েছে পতিদেবতা
বহুদিন অগোছালো মনের ঘর-গেরস্থালি
সতীসাধ্বী স্ত্রী প্রদীপ জ্বালায় তুলসীতলায়
অপেক্ষার প্রহর গুণে পেরিয়ে যায় রাতগুলি
গাঢ় নীল ভাবনার আয়নায় ভেসে ওঠে গর্ভগৃহ
সিঁদুরের লাল স্রোত পেরিয়ে যায় মন্ত্রোচ্চারণ
শক্ত হাতে ধরে থাকা অগ্নিসাক্ষীর গাছকৌটো
রাতভর জমে ওঠে জ্বলন্ত প্রদীপশিখার কালি
কালির দাগে কেবলই ঢেকে যায়
অনন্ত অপেক্ষার ঝরে পড়া অশ্রুবিন্দুগুলি
মঙ্গলসূত্রের সম্পর্কসুতো ধরে আর একটা ভোর হয়..
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৬|০৪|২০২৩
DIPAK BERA