আবার যদি হয় গো দেখা
মনের কোটরে আয়,
ঝুমুর ঘুঙুর পরিয়ে দিবো
আলতা রাঙা পায়।
আবার যদি দেখা হয় সখা
সেই প্রাণের ক্যাম্পাসে,
স্মৃতির পাতায় মুড়িয়ে রেখো
হৃদয়ের প্রবল উচ্ছ্বাসে।
এসো তুমি বসে পড়ি সেই
জারুল তলার মাঠে,
দেখো ঐ অনুজেরা যায়
আমাদের মতো হেঁটে!
সময় যায় আমরাও তাই
ছুটে চলি সম্মুখে,
ভীরতার পাশ কেটে ধেয়ে চলি
তুমি সাহস রাখো বুকে।
এসো সখা, এসো মিলিত হই
সেই আগের ক্যাম্পাসে,
আমিও আসিবো তুমিও এসো
দুজনের পরম বিশ্বাসে।
হায়! হায়! সময় বয়ে যায়
মনে জাগে এখনো দোলা,
পুরনো ক্যাম্পাস পরিচিত মুখ
তোমাকে যায়না ভুলা।
আবুল কালাম আজাদ