আমার একাকিত্বে
স্বপন কুমার বৈদ্য
তারিখ- ২৩/০৪/২০২৩ ইং
~~~~~~~~~~
তুমি কি আর কখনো আসবে না
আমার কাছে
তাহলে কার জন্য জমিয়েছিলাম
এতো সুখ ?
তুমি কি বৃষ্টি হয়েও একবার আসতে
পারো না আমার কাছে
তাহলে আকাশের কাছে কেন
মিছেমিছি মেঘ খুঁজি ?
তুমি কি একবারও আর দেখতে
চাও না আমাকে
জানালার ফাঁক দিয়ে চাঁদ যেমন করে
উঁকি মারে !
তোমার কি ইচ্ছে হয়না আমার সাথে
কোথাও বেড়াতে যেতে
পাশের বাড়ির বৌদি যেমন ওনার
স্বামীর সাথে দীঘার সৈকতে যায় ;
আমাকে কি তোমার একবারও
দেখতে ইচ্ছে করে না হসপিটালের
বেডের রোগীকে তার স্বজনেরা
যেভাবে দেখতে এসে ভিড় জমায় ?
আমার জন্মদিনে তোমার কি ইচ্ছে
হয়না তোমার জমানো টাকায় আমাকে
একটা পছন্দসই গিফট্ কিনে দিতে
পিউলি ভাবী ওনার স্বামীর জন্মদিনে
যেভাবে এক সেট শার্ট – প্যান্ট
গিফট্ দেয় !
আমাকে নতুন করে আবার ভালোবেসে
তোমার ইচ্ছে হয় না কি ক’টা
শারদীয় চুমু খেতে ?
ইচ্ছে হয় না কি তোমার , প্রচন্ড
ঝড় হয়ে আমার একাকিত্বে একবার
ছুটে আসতে !
স্বপন কুমার বৈদ্য