You are currently viewing আমার একাকিত্বে

আমার একাকিত্বে

আমার একাকিত্বে
স্বপন কুমার বৈদ্য
তারিখ- ২৩/০৪/২০২৩ ইং
~~~~~~~~~~
তুমি কি আর কখনো আসবে না
আমার কাছে
তাহলে কার জন্য জমিয়েছিলাম
এতো সুখ ?
তুমি কি বৃষ্টি হয়েও একবার আসতে
পারো না আমার কাছে
তাহলে আকাশের কাছে কেন
মিছেমিছি মেঘ খুঁজি ?
তুমি কি একবারও আর দেখতে
চাও না আমাকে
জানালার ফাঁক দিয়ে চাঁদ যেমন করে
উঁকি মারে !
তোমার কি ইচ্ছে হয়না আমার সাথে
কোথাও বেড়াতে যেতে
পাশের বাড়ির বৌদি যেমন ওনার
স্বামীর সাথে দীঘার সৈকতে যায় ;
আমাকে কি তোমার একবারও
দেখতে ইচ্ছে করে না হসপিটালের
বেডের রোগীকে তার স্বজনেরা
যেভাবে দেখতে এসে ভিড় জমায় ?
আমার জন্মদিনে তোমার কি ইচ্ছে
হয়না তোমার জমানো টাকায় আমাকে
একটা পছন্দসই গিফট্ কিনে দিতে
পিউলি ভাবী ওনার স্বামীর জন্মদিনে
যেভাবে এক সেট শার্ট – প্যান্ট
গিফট্ দেয় !
আমাকে নতুন করে আবার ভালোবেসে
তোমার ইচ্ছে হয় না কি ক’টা
শারদীয় চুমু খেতে ?
ইচ্ছে হয় না কি তোমার , প্রচন্ড
ঝড় হয়ে আমার একাকিত্বে একবার
ছুটে আসতে !

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

IMG_20230401_163307.jpg

স্বপন কুমার বৈদ্য

Leave a Reply