আজ অবধি করে যাচ্ছি
পাই না একটু নাম,
ঘাম ঝরিয়ে খেটে মরছি
দেয় না কষ্টের দাম।
যতোই বলি ভালো কথা
বোঝে দেখি ভুল,
কেমন করে বুঝাই বলো
ছিঁড়ি মাথার চুল।
দিলেই খুশি না দিলে সে
মুখটা করবে ভার,
মন্দ কথা বলতে থাকবে
দেয় না কোন ছাড়।
আমি কিসে ভালো থাকি
তার ভাবনা নাই,
চাহিদা ন্যায় দিয়ে’ই যাও
দেবার বেলা ছাই।
যাদের জন্য চুরি করি
তারাই বলে চোর,
এমন কথা শুনে সত্যি
কমে মনের জোর।
রতন বসাক (শ্যামনগর )