1633113791225
1633113791225

আমার প্রয়াত দিবসে

জীবনের শেষ নিশ্বাসটা
যে দিন ত্যাগ করবো
সে দিনটা হয়তো আর
বেশি দূরে নয়-
চার আনার জীবনের
তিন আনাই পূর্ণ হয়ে গেছে।
প্রয়াত হওয়ার আগে –
আরো একবার তোমাকে বলি,
নিজেকে একটু শুধরে নেয়ার
চেষ্টা তো করো?
মনটা একটু প্রবিত্র কর
মনের ভেতর নরপিশাচ কে
গলা টিপে হত্যা কর
নিজে নিজে প্রতিজ্ঞা কর
আর কোন গৌরব নয় –
নিজের মতো করে
সবাইকে ভালোবেসে
শুধু আপন করে নাও।
এই যে দেখ মাতৃবিয়োগ হয়েছে,
ক্ষণে ক্ষণে কতই না –
বিচ্ছেদের অনলে পোড়তে হবে,
নিরবিগ্নে অনাআসে –
শত শত মাইল, পাড়ি দিবে
আমার প্রয়াত দিবসে।
তখন কি যে অনুভূতি হবে তোমার
শয়নে স্বপনে জাগিবে অনুপম,
তার পরেও বলি, শুধু একবার
বুঝতে চেষ্টা কর বদলে ফেলো
আদর্শ হয়ে হও মহিয়ান।​

1633113791225

মোঃ আলী সোহেল

Leave a Reply