আমি ছাড়বো না মা
– আবুল হাসান তুহিন
আমি ছাড়বো না মা
কোন বাধা কোন লোভে
তোমার মাটি ছাড়বো না
আলোর মিছিল হাতের মুঠোয়
আঁধার কভু নামবে না
আমি ছাড়বো না মা।।
নেই বর্গী নেই হায়েনা
কিসের এত ভয়
তোমার মাটি আগের মত
এত সস্তা নয়,
মুখোশ পরা শত্রু এখন
রক্ষা পাবে না
আমি ছাড়বো না মা।।
তোমার ছেলে এখন তো মা
ছোট্ট ছেলে নয়
বাধার দেওয়াল যখন তখন
করতে পারে জয়,
তোমার মাটি রক্ষা করতে
জীবন দেব মা
আমি ছাড়বো না মা।।
আমরা যে মা গর্ব করার সত্যি
সোনার ছেলে
বুক পাততে নেইকো দ্বিধা
মহা বিপদ এলে,
তারই প্রমাণ তোমার কাছে
কতই দেব মা
আমি ছাড়বো না মা।।
২৯/১১/২০২২
মঙ্গলবার
MD.ABUL HASAN