আমি লিখছি তোমার জন্য
শুধু তোমার জন্যে, কিছু করতে চাই
তোমার জন্য।
কি করবো ?
তোমার জন্য কাজের সন্ধান দেবো,
যে কাজটি তোমায় দেবে ৫ মৌলিক
চাহিদার নিশ্চিতরূপে সমাধান।
বর্তমান অসুরদের শাসনে বিগলিত
হবেনা দু’হাত,
ভাঙচুর হবে অপরাধের মসনদ।
তুমি যে বীর,
তুমি কৃষক, তুমি শ্রমিক,
তুমি ধরিত্রীর মুক্তি যোদ্ধা।
আমি আবার ও লিখবো তোমার জন্য।
তপন কুমার দাশ