You are currently viewing ইদ আনন্দ

ইদ আনন্দ

রবকে খুশি করার জন্য
করতে থাকে চাষ,
নিয়ম মেনে রোজা রেখে
কাটে একটা মাস।

চাঁদের দর্শন হয়ে গেলে
মানায় সবাই ইদ,
খোকা খুকু নতুন কিছু
কেনার করে জিদ।

ইদ আনন্দে মাতোয়ারা
মুসলিম ধর্মের লোক,
রোজা শেষে পালন করে
সরিয়ে সব শোক।

গরিবদেরকে ইদের দিনে
করে কিছু দান,
বিভেদ ভুলে উৎসব করলে
এতে বাড়ে মান।

নতুন জামা কাপড় পরে
মসজিদেতে যায়,
শুদ্ধ মনে নমাজ পড়ে
রবের দোয়া চায়।

inbound7764704837821630779.jpg

রতন বসাক (শ্যামনগর)

Leave a Reply