উত্তাপ
উমর ফারুক
আকাশের দিকে তাকিয়ে রয়েছি
বৃষ্টি আসবে বলে
আকাশের চোখ খুলে গিয়েছে
আগুনের মত জ্বলে।
মাথায় তুলেছি আগুনের গোলা
তৃষ্ণায় ফাটে বুক
জীব প্রজাতির প্রাণ যায় যায়
যায় বেড়ে অসুখ।
মানুষের মুখে হাসি নেয় কোনো
গলার কণ্ঠ কাঁপা
শুকিয়ে গিয়েছে জিব্বার জল
জগৎ হয়েছে চাপা।
দুনিয়ার রূপ মলিন হয়েছে
কালের আর্তনাদে
দিবালোকে বহে লাভার স্রোত
অগ্নি পোশাক চাঁদে।
দেশ জুড়ে শুধূ উত্তাপের প্রবাহ
অস্বস্তির শ্বাস টানি
জানিনা কখন কোন সে সময়ে
ঘটবে জীবনহানি।
উমর ফারুক