FB IMG 16805337249370333
FB IMG 16805337249370333

উত্তাপ

উত্তাপ
উমর ফারুক

আকাশের দিকে তাকিয়ে রয়েছি
বৃষ্টি আসবে বলে
আকাশের চোখ খুলে গিয়েছে
আগুনের মত জ্বলে।

মাথায় তুলেছি আগুনের গোলা
তৃষ্ণায় ফাটে বুক
জীব প্রজাতির প্রাণ যায় যায়
যায় বেড়ে অসুখ।

মানুষের মুখে হাসি নেয় কোনো
গলার কণ্ঠ কাঁপা
শুকিয়ে গিয়েছে জিব্বার জল
জগৎ হয়েছে চাপা।

দুনিয়ার রূপ মলিন হয়েছে
কালের আর্তনাদে
দিবালোকে বহে লাভার স্রোত
অগ্নি পোশাক চাঁদে।

দেশ জুড়ে শুধূ উত্তাপের প্রবাহ
অস্বস্তির শ্বাস টানি
জানিনা কখন কোন সে সময়ে
ঘটবে জীবনহানি।

FB IMG 16805337249370333

উমর ফারুক

Leave a Reply