তাহলে রবের অফুরন্ত স্নেহ
কি করে উষ্ণ হৃদয়কে প্রশান্ত করবে ?
উমর ফারুক
ঘুটঘুটে অন্ধকারে টিমটিমে প্রদীপ
জ্বালানো ভোর তখন সাড়ে তিন।
আকাশের দরজা খুলে
নেমে এলো আসমানের দূত…
দরজা খুলে দাও !
আমার পুরনো স্মৃতি
আমি নিঝুম অন্ধকারে দাঁড়িয়ে ।
চোখ মেলে পৃথিবী
আমার জন্য বিছানা পেতে রেখেছে।
এই বিছানায় যেন শীতঘুম দিই ।
আমার আত্মস্বর নির্বাক শ্রোতা
আমার বিশ্বাসের চলন্ত ট্রেনে আগুন?
আমার হৃদয়ের মণিকোঠা সৈরচারী রাজত্ব ।
তাহলে রবের অফুরন্ত স্নেহ
কি করে উষ্ণ হৃদয়কে প্রশান্ত করবে ?
উমর ফারুক