inbound3140225737623050605
inbound3140225737623050605

একতরফা প্রেম

একতরফা প্রেম
শ্রী রাজীব দত্ত

যদি কখনও দাও ফাঁকি
জানবে সেদিনও,
তোমাতেই বিশ্বাস রাখি।
যদি কখনও প্রয়োজন পরে,
একবার ডাকবে,
দেখবে,
আমি হাজির তোমার ত্বরে।
একলা ঘরে, ধূসর রাতে
যদি আমায় মনে পরে?
বলবে নিজের অন্তরে।
জানতে পাবো ঠিকই আমি
তোমার মনের অগোচরে।
হৃদয় আমার সাগর সমান
ভালোবাসার হাজার ঢেউ,
তুমি ছিলে সাধনা আমার,
ছিল না যে অন্যকেউ।
অপেক্ষা আমার পাহাড় সমান
সবই মায়াবী আঁধার,
শুধুই কি একতরফা,
ভালোবাসা ছিলনা তোমার?
কোন বাঁধাই আসলে বাঁধা নয়
কেবলই এক একটা অজুহাত,
শুধুই মিথ্যে স্বপ্নে,
নয়ন জলে কেটেছে সারা রাত।
জানো,
আমি বৃষ্টিতে আজও কাঁদি,
চোখের জ্বলে নিজেই ভিজি,
রাস্তার ধুলো কিংবা দেওয়াল ছবি,
সবেতেই আমি তোমায় খুঁজি।
থেকে যাক মনের ঘরে, মনের ছবি,
তোমার বিরহে, আমি স্বভাব কবি।

inbound3140225737623050605

শ্রী রাজীব দত্ত

Leave a Reply