এখন আমি একলা হতে চাই।
ফাঁকা বাসেও দাঁড়িয়ে থাকি পা’য়,
টিকিট কাটার সময় আসে যখন
হটাৎ কেন ঠিকানা ভুলে যাই।
এখন আমি একলা থাকি বেশি।
জিমে গিয়েও ফোলাই না আর পেশি,
নিজের সাথে নিজেই যখন জুঝি
দমবন্ধ না গলায় আসে কাশি।
এখন আমি একলা তেই স্বচ্ছন্দ।
কখনো তুমি কখনো নিজের সাথেই দ্বন্দ্ব।
এসব এড়িয়ে যখন সুখ খুঁজি।
মনের দোর মন নিজেই করে বন্ধ।
✒️ নী লা ঞ্জ ন ||
নীলাঞ্জন