inbound5574908277973744282
inbound5574908277973744282

একাকিত্ব

ওরা আমায় এড়িয়ে চলে
আর আমিও একা বসে রই ।
বন্ধুরা কি আমায় গেছে ভুলে ?
বন্ধুরা আজ কই ?
আজ আমি একা হলে,
আয়নায় দেখি মুখ ।
নানারকম ভেংচি কেটে
নিজেকে দেখাই নিজের সুখ।
এইতো জীবন কতইনা সুখময় !
হাসি-কান্না নানা আবেগের অন্বয় ।
আর একা থাকা আমার অভ্যাস হয়ে গেছে।
তাই এখন এসব নিয়ে ভাবিনা মিছে ।

inbound5574908277973744282

মোঃ আহসান হাবিব আকাশ

Leave a Reply