বঙ্গীয় সাহিত্য পরিষৎ -এর কার্যনির্বাহী সমিতির নির্বাচনে (২০২৩-)এবার প্রার্থী বাংলার বিশিষ্ট অধ্যাপক, ৯টি গ্রন্থের লেখক, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ৩৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশের গবেষক,বিভিন্ন গবেষণা গ্রন্থ ও সংগঠনের সম্পাদক/ যুগ্ম সম্পাদক ড. মহীতোষ গায়েন।
সাহিত্য পরিষৎ-এর শ্রদ্ধেয়/শ্রদ্ধেয়া সদস্য/সারস্বত পাঠক সমাজের কাছে তাই বর্ণাশ্রম প্রকাশন সংস্থার একটি বিনম্র আবেদন:-
নির্বাচনের ব্যালেটে আপনাদের মূল্যবান একটি ভোট(প্রদেয় কুড়িটি ভোটের মধ্যে অন্তত ১টি) আমাদের গবেষণা গ্রন্থ ‘পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থ’, দ্বিতীয় ও তৃতীয় খণ্ডের অন্যতম সম্পাদক ড. মহীতোষ গায়েনের (ব্যালটে সিরিয়াল নম্বর -১৭)অনুকূলে প্রদান করে বিপুল ভোটে নির্বাচিত করতে আবেদন করছি।কর্মসমিতিতে উজ্জল,কর্মপ্রাণা, উদ্যোগী গবেষক তথা এই নতুন মুখকে আসার সুযোগ দিন এবং সাহিত্য পরিষৎ-এর অমলিন,নিরলস সাহিত্য চর্চা,গবেষণার প্রসার ও পরিষৎ-এর সামগ্রিক উন্নয়নের কাজে তাকে নিয়োজিত হওয়ার একটি সুযোগ দিন।
আপনাদের কাছে এই আমাদের বিনম্র আবেদন। বর্ণাশ্রম প্রকাশন সংস্থা থেকে নির্বাচনে তার জয়,সর্বাঙ্গীন সাফল্য ও তার উত্তোরত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।
ধন্যবাদান্তে
-শুভজিত মুখোপাধ্যায়
কর্ণধার ও প্রকাশক,
বর্ণাশ্রম প্রকাশন সংস্থা,কলকাতা।
বর্ণাশ্রম প্রকাশনা সংস্থা