inbound1981895221607125565
inbound1981895221607125565

এসেছে রমাদ্বন

এসেছে রমাদ্বন, করিতে সমাধান।
মু’মিনের ঘরে, রোযাদারের তরে।
২০ রাকায়াত তারাবীহ আদায় করে,
তাহাজ্জুদ সাহরী আদায়ের নিয়ত করে।
ঘুমিয়ে যাও তুমি দরূদ পড়ে!

রমাদ্বন এসেছে তাক্বওয়া শিখাতে,
বে-নামাযি নামাযি হবে।
বে-পর্দা নারী পুরুষ পর্দা করবে,
মু’মিন মুত্তাকী অলী হবে।

এসেছে রমাদ্বন গুনাহের ক্ষমা চান!
আল্লাহর অলীর হাত ধরে,
অপরাধির মত করে।
দু’হাত তুলে মালিকের তরে,
ক্ষমা চান ক্ষমা চান ক্ষমা চান।
দিবেন রহমত মাগফেরাত ভরে,
যাবেন গুনাহগারদের নাজাতী করে।

inbound1981895221607125565

Muhammad Chayon Islam Siddique

Leave a Reply