You are currently viewing এ হয় না

এ হয় না

এ হয় না
মোঃ মজিবুর রহমান

এ হয় না
হতে পারে না
হতে দেওয়া যায় না
ওঁৎ পেতে থাকা হায়েনার হাতে
সবকিছু সঁপে দেওয়া যায় না।

যে মাঝির হাতে কিস্তি নিরাপদ নয়
সহস্র যাত্রী করে ত্রাহী ত্রাহী
তার হাতে হাল সঁপে দেওয়া যায় না।
যারা পতাকার দুশমন
মানচিত্রের শত্রু
তাদের হাতে এই বাংলা
তুলে দেওয়া যায় না।
(১৬/০৫/২০২৩ খ্রি.)

inbound3253734474794755689.jpg

মোঃ মজিবুর রহমান

Leave a Reply