বিধাতা গড়েছে মোদের
বজ্রকঠিন শ্রমিক করে।
কর্ম করছি রাস্তার ওপরে
বৈশাখের দাবদাহ দুপুরে।
তোমরা চির সদা প্রভু হয়েই
পিঠফাটা রোদ্দুরে এসি ঘরেই।
রক্ত মোদের ঘাম হয়ে ঝরে
জীবন জীবিকা রাজপথ পরে।
কিসের জন্য শ্রমিক দিবস ?
কাদের জন্য শ্রমিক দিবস ?
আজিকেও খেটেই চলেছি অহর্নিশ
ক্ষুধাতুর মানুষ চিরদিন পথে পথে
না খেতে পেয়েই যতেক মরে!
আক্রা হয়েছে জিনিস পত্তর
যেন আকাশ ছোঁয়া বাজার দর
অভাব তাই নিত্য গরীবের সহচর।
বিকাশ চন্দ্র মণ্ডল