inbound8777282771758893997
inbound8777282771758893997

কন্যান

অসুস্থতা জানার পর কেউ যখন “এখন শরীরটা কেমন?” লিখে মেসেজ দেয়, তাকে আপন আপন লাগে। লম্বা পথ ট্রাভেল করবো শুনে, দোয়া করে যে সাবধানে যেতে বলে- তাকেও বেশ ভালোই লাগে। যে বন্ধু বলে ‘সমস্যা থাকলে বলিস’ ‘মন খারাপ হলে কল দিস’ তাকে নিয়ে ভালো লাগার শেষ নেই। ফেসবুকের যে ফ্রেন্ডটা মেসেঞ্জারে বরাবরই দ্রুত রিপ্লাই করে, যাকে দরকারে নক দিলেই সাড়া পাওয়া যায়- তাকে তো ভালো লাগেই! ❤️

ধরতে গেলে প্রত্যেকেই তার মতো করে ব্যস্ত। সবার জীবনেই নানা পরিচয়ের নানা মানুষ বিদ্যমান। তা সত্বেও যারা আমাদের ছোট ছোট ব্যাপারগুলো মনে রাখে, যারা আমাদের সময় দেয়, যারা প্রায়োরিটি দেয়- তাদেরকে ‘আপন’ মনে হয়! 🌸

inbound8777282771758893997

সাইদুল ইসলাম সাইদ

Leave a Reply