ন্যায়বিচার
মোঃ মজিবুর রহমান
নিয়ে বিচার ভার
করো যদি অবিচার
বিচারকের বিচার হবে
পরপারে নেই ছাড়।
ভেবে দেখো আরেকবার
কেড়েছো কি কারো অধিকার?
দুর্বল, যে নীরব ছিলো
করেনি চিৎকার।
জাগতিক আইন লিপিতেই থাক,
মানবতা মহত্তর।
হে বিচারক, রায়ের আগে
ভাবিও পুনর্বার।
যুক্তির খাতিরে মুক্তিরে মাড়িয়ে
যেনো না হয় মিথ্যের জয়জয়কার।
রাহু গ্রাস হতে সযতনে
সত্যরে করিও উদ্ধার।
মোঃ মজিবুর রহমান