inbound985546066138653787
inbound985546066138653787

কবিতাঃ ন্যায়বিচার

ন্যায়বিচার
মোঃ মজিবুর রহমান

নিয়ে বিচার ভার
করো যদি অবিচার
বিচারকের বিচার হবে
পরপারে নেই ছাড়।

ভেবে দেখো আরেকবার
কেড়েছো কি কারো অধিকার?
দুর্বল, যে নীরব ছিলো
করেনি চিৎকার।

জাগতিক আইন লিপিতেই থাক,
মানবতা মহত্তর।
হে বিচারক, রায়ের আগে
ভাবিও পুনর্বার।

যুক্তির খাতিরে মুক্তিরে মাড়িয়ে
যেনো না হয় মিথ্যের জয়জয়কার।
রাহু গ্রাস হতে সযতনে
সত্যরে করিও উদ্ধার।

inbound985546066138653787

মোঃ মজিবুর রহমান

Leave a Reply