মুখোশ
মোঃ মজিবুর রহমান
ওপর হতে যায় না চেনা
ধবল মানুষগুলো
পোশাকে সব ঢাকা পড়ে যায়,
যায় না দেখা কালো।
মুখে যে তার মধুর বাণী
বুঝি স্বর্গ হতে এলো,
এতো প্রেম এতো মায়া
সে যে কোথায় পেলো !
মানুষ কি আর হতে পারে
তার চেয়ে কেউ ভালো ?
অন্ধকারে জ্বালাতে পারে
হাজার বাতির আলো।
ভুক্তভোগীই জানে শুধু
সে যে কেমন ছিলো,
ওপর হতে জল ঢেলে কে
শিকড় কেটে দিলো।
০৩/০৩/২০২৩খ্রি.
মোঃ মজিবুর রহমান