inbound740875914864434054
inbound740875914864434054

কবিতাঃ মুখোশ

মুখোশ
মোঃ মজিবুর রহমান

ওপর হতে যায় না চেনা
ধবল মানুষগুলো
পোশাকে সব ঢাকা পড়ে যায়,
যায় না দেখা কালো।

মুখে যে তার মধুর বাণী
বুঝি স্বর্গ হতে এলো,
এতো প্রেম এতো মায়া
সে যে কোথায় পেলো !

মানুষ কি আর হতে পারে
তার চেয়ে কেউ ভালো ?
অন্ধকারে জ্বালাতে পারে
হাজার বাতির আলো।

ভুক্তভোগীই জানে শুধু
সে যে কেমন ছিলো,
ওপর হতে জল ঢেলে কে
শিকড় কেটে দিলো।
০৩/০৩/২০২৩খ্রি.

inbound740875914864434054

মোঃ মজিবুর রহমান

Leave a Reply