You are currently viewing কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ

#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#অষ্টাবিংশতি_পর্ব (#এমন_ভীষণ_অন্ধকারে)
———————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
———————————————————————

১).

#এমন_ভীষণ_অন্ধকারে
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

কেউ কি কিছু করতে পারে এমন ভীষণ অন্ধকারে
ছদ্মবেশের খোলশটাকে হঠাৎ কি আর ভাঙতে পারে ?
অন্তবিহীন পথ রয়েছে সামনে পড়ে,
ধূসর নাকি রঙীন সেটা কেউ কি কিছু বলতে পারে?
কেউ কি হৃদয় খুলতে পারে প্রেম বিহীন, অন্ধকারে?
তরল সময় যাচ্ছে পুড়ে,অসংখ্য বিনিদ্র মুখ হৃদয় জুড়ে,
কেউ কি কিছু গড়তে পারে
দুঃসময়ের অন্ধকারে,রাত্রি যখন দু চোখ জুড়ে?
অন্ধকারে চাঁদের দেখা,আকাশ ফুঁড়ে চলছে একা,
কেউ কি কিছু করতে পারে
গড়তে পারে চাঁদের মতো জ্যোৎস্না মোহ?
বুকের ভিতর পুড়তে থাকে যত দ্রোহ।
কেউ কি কিছু দিতে পারে?
একলা কি কেউ বাঁচতে পারে,এমন ভীষণ অন্ধকারে?

—————————————————————-

২).

#লজ্জা
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

যারা আজ কবিদের কবিতায় ঠাঁই পেল না,
অথচ প্রতিদিন তাদের মুখে অন্ন যুগিয়েছে ,
এবং কারখানায় নিজেদের জীবন নিষ্পেষ করে
প্রয়োজনীয় সামগ্রী জুগিযেছে
কিংবা যারা তাদের এবং তাদের কুকুরের যত্ন নিয়েছে
তারা যদি জানতে চায়, কী করছিলে তোমরা
যখন তা’রা যন্ত্রণা ভোগ করছিল,
তাদের জীবন পুড়ে ছাই হয়ে যাচ্ছিল?

আমার প্রিয় কবিরা, কি উত্তর দেবে তাদের?

তোমাদের বিবেক গিলে ফেলবে শকুনের স্তব্ধতা
দুর্দশা কুরে কুরে খাবে তোমাদের হৃদয়কে
আর তোমরা চুপ করে লজ্জায় মুখ লুকাবে।

—————————————————————-

৩).

#ব্যথা বুকে
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

সে যেন বাঁকা চাঁদ
উঠোনে দাঁড়িয়ে একা
আমি তার দেখা পেতে
বাইরে বেরিয়ে এসে দেখি
হায় হায় একি !
জলে তার পড়ে আছে ছায়া
পৃথিবীর সব মায়া কাটিয়ে সে
উঠে গিয়ে আছে বসে
আকাশের উদাসীন বুকে।
সেখানে সে থাক সুখে
আমি তাকে স্বস্তি দিয়ে
থাকি ব্যথা বুকে নিয়ে।

—————————————————————-

৪).

#প্রতিভা
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

আমি তো জানি না প্রতিভা কাহার
কতখানি বিচ্ছুরিত হতে পারে দেওয়ালে, কার্নিশে
তাই বার্নিশে ঢেকে রাখি মুখ
তবুও দুর্মুখ পিছনে লেগে থাকে
আমি তাকে দেখে অবাক বিস্ময়ে ভাবি
ধৈর্য তাহারও নয় কম
একমাত্র বিচার করতে পারে যম,
প্রতিভা কাহার বেশী কম !

সভা ও সমিতি আর নামী দামী কবিদের পিছে
ঘোরে যারা মিছে
ইচ্ছে করে বলি তাদের ডেকে
কিছু পড় নিজে এসব করার থেকে।

কে আর শোনে কার কথা?
হয় তো মনে পায় বোকা ব্যথা
আমি তাই চুপটি করে থাকি
মুখটি বুজে রাখি।

—————————————————————-

৫).

#ক্ষমতা_অক্ষমতা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••

নিজের ভিতরে কোন সৃজন ক্ষমতা
না থাকলে কি হবে আমার,
পরিবর্তে ধ্বংসের ক্ষমতা অসীম

মৃতকে জীবন্ত বানাতে পারি না আমি
জীবন্তকে মৃত বানাতে পারি
গাছের মতো
কোন ফুল ফল দেওয়ার ক্ষমতা নেই আমার
অথচ গাছ কেটে প্রকৃতি ধ্বংস করতে পারি

আমার ভিতরে ঠিক আমি নয়
একটা হিংস্র পশু বাস করে
যে আমাকে সৃজনে নয় ধ্বংসে লিপ্ত করে

নিরন্ন মানুষের মুখে আমি
দু’মুঠো অন্ন তুলে দিতে পারি কি না পারি
তাদের মুখ থেকে অন্ন কেড়ে নিতে পারি
মানুষকে ভালবাসার ক্ষমতা নেই বলেই
আমি তাদের অশ্রদ্ধা করি।

—————————————————————-

৬).

#তুমি
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

তুমি হাত বাড়ালে
ধুঁকতে ধুঁকতে বাতাস এসে হাত ধরে
ফুলের গন্ধে ভরে যায় দশদিক
চাঁদ উঠে আসে আকাশ জুড়ে
নাচতে নাচতে ঝর্না ছুটে যায় আনন্দে
তোমার হাত ছাপিযে ওঠে ভালবাসায়

তুমি চোখ মেললে
সূর্য উঠে আসে আকাশের পূবদিকে
আনন্দে ঝিকমিক করে ওঠে গাছের কচিপাতা
পাখি ডেকে ওঠে বনে ও বাগানে
স্নিগ্ধ আলোয় ভরে যায় দশদিক
প্রাত্যহিক দিন শুরু হয় আমাদের।

—————————————————————-

৭).

#গৃহবন্দী
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

দামাল দিনগুলো যখন গৃহবন্দী
সামাল ভাইয়ো হেই ও –
বাইরে বেরিয়ো না যেই হও
মন্ত্রী কিংবা প্রবীন অধ্যাপক
ঘরেই মিটিয়ে নাও যত আহ্লাদ শখ
বউকে আদর করো কিংবা
চ্যাট কর পরস্ত্রীর সাথে
দিনে কিংবা রাতে –
দামাল দিনগুলো সামাল ভাইয়ো
যে দিনগুলো বেমালুম ফুরিয়ে যাচ্ছে
জীবন থেকে,
কে আর তার খবর রাখে?
শুধু খেয়াল রাখ দামাল দিনগুলো যেন
তোমাকে বেসামাল করে না ফেলে।

—————————————————————-

৮).

#জীবনের_গান
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

মৃত্যুই শেষ কথা
তারপর কিছু নেই আর
এই কথা বলে, এক সেয়ানা পাগল
করে দিয়ে গেল সব হিসাবের গোল

যতদিন বেঁচে আছ পৃথিবী তোমার
তারপরে কিছু স্মৃতি থাকে শুধু
আর কিছু থাকে নাকি তার?
তাই এত জীবনের কথা বলা
কবিতায় গানে বারবার।

বেঁচে থাকে যারা তারাই তো
জীবনের গান গাইতে পারে
শব তা পারে না
অবশ্য,সে কারও ধারও ধারে না
জীবনের মতো সে তো বাধ্য নয় কারও,
মৃত্যুর পরে শুধু থেকে যায়
কিছু স্মৃতি তারও
সব স্মৃতি মনে ধরে রাখা
যায় নাতো কারও,
কিছু স্মৃতি থাকে জাগরুক
মাঝে মাঝে মনে পড়ে যায়।

—————————————————————-

৯).

#অচেনা_অসুখ
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

আমার ভিতরে একটা কিছু ঘটছে ডাক্তার
কিছুই ভাল লাগছে না আর,
আনচান ভাব,
মনটার ভিতরে একটা টনটনে ভার,
অস্বস্থিকর একটা অনুভূতি,আর
তার ভিতরই বাস আমার
যা কিছুতেই গিলতে পারছি না
আবার বলতেও পারছি না কাউকে,
শান্তি নেই কিছুতেই আর
আমার এ কি হলো ডাক্তার?
আগে কখনই কোন বার
এমন পরিস্থিতির মুখোমুখি হইনি আর
না না ঘুমোতে চাই না আমি,
ঘুম তো মৃত্যুরই সামিল,
সে শান্তি তো শ্মশানের শান্ত নীরবতা।
ডাক্তার এ কেমন অসুখ হলো আমার?
যাতে নাই নাই করেও সত্যি বলতে কি
এক ধরণের
সুখের আবেশ ছড়িয়ে থাকে মনে,
তবুও আমার যে কিছু ভাল লাগছে না আর
এ রোগের যেন নাম কি ডাক্তার?

—————————————————————-

১০).

#দূষিত_সময়
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

শুধু নীরবেই দেখে যাবে সব
খুন ধর্ষণ শোষণ পীড়ন?
অন্তত কিছুটা তো কলরব হোক –
প্রতিবাদে ফেটে পড় সব,
ছোটখাটো একটা বিস্ফোরণের শব্দ,
এলোমেলো হয়ে যাক
পৃথিবীর খানিকটা দূষিত সময়,
বদ রক্ত দূরীভুত হোক।

এখন কোথাও যাব না আমি আর,
শুধু পরিশুদ্ধ মন নিয়ে স্নান সেরে
পাখিদের কাছে গিয়ে শিখে নেব
ওড়ার নিয়ম,
তুমি কি সঙ্গে যাবে ওগো বঙ্গ নর-নারী
এসো তবে দ্রুত।

—————————————————————-

১১).

#মুখোমুখি
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

বাইরে যাবার রাস্তা যখন বন্ধ
আমি তখন অন্ধ হয়ে একা,
দাঁড়িয়ে আছি নিজের মুখোমুখি
শেষকালে এই কপালে ছিল লেখা,
তবুও আমি বলতে পার সুখি।

রাস্তা এখন সবই ভিতর মুখি
নিজের ভিতর একলা থাকার মজা,
চাইলে তুমিও যেতে পার সোজা
মন থাকা চাই একটু শুধু তাজা।

পালিয়ে যাবার রাস্তা সবই যখন বন্ধ
নিজের ভিতর একলা ডুবে থাকা,
তেমন কী আর লাগবে বল মন্দ
মনে শুধু খুশির নুপূর রাখা।

—————————————————————-

১২).

#প্রহরী
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

দরজার বাইরে
দাঁড়িয়ে থাকে,
জ্যোৎস্না কিংবা আঁধারে
প্রেমের ভিক্ষুক
তখন তুমি মগ্ন ঘুমে,
সতর্ক সে থাকে জাগরুক।

বাইরে গাঢ় রাত
নিবিড় ঘুমে মগ্ন তুমি,
তোমাকে জাগাবে এসে দিন
এই ক্ষীণ বোধ নেই বলে হায়,
সূর্যকে তোমার শিয়রে রেখে
নেয় সে বিদায়।

—————————————————————-

inbound4193207162199449298.png

শংকর ব্রহ্ম

Leave a Reply