#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#ঊনত্রিশতম_পর্ব (#গণতন্ত্রের_কারচুপি)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-
১).
#গণতন্ত্রের_কারচুপি
#শংকর_ব্রহ্ম
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
যারা তোমার কান্না শোনে
তাদের কেন দাও বিদায়
তুমি তাদের কোথায় পাবে
কান্না যাদের শোনার দায়?
তাই কি তুমি চেয়েছো রাত
রাতেই ভাব খোলে বরাত?
তোমার কথা ভাবতে গেলেই
বুকের ভিতর স্বপ্ন জাগে
দিনের আলো ফোটার আগেই
স্বপ্ন সে সব কোথায় ভাগে।
সে কী তোমায় মুক্তি দেবে
যারা নিজেই মুক্ত নয়?
সে কী তোমায় টানবে দলে
আদর্শে যে যুক্ত নয়?
নির্বাচনের গোড়ায় গলদ গণতন্ত্রের কারচুপি
আমরা যার গাধা বলদ পরাই তাদের রাজটুপি।
—————————————————————-
২).
#আত্মজ
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
কোথায় রেখেছ সেই গোপন ভান্ডার,
কোথায় লুকানো আছে ম্যাজিক লন্ঠন?
কোন সে চোখের মায়া টানে
সংসারের গহন আঁধারে,
হারিয়ে যেতে যেতে অকস্মাৎ
জেগে ওঠো নির্জন প্রান্তরে?
কার চোখে খুঁজে ফেরো
জীবনের নব ধারাপাত?
কার কাছে জমা রেখে চলে যাবে ভাব
পূর্ব পুরুষের যত ঋণ?
একবার ভেবে দেখ শুধু,
তোমার আত্মজ তুমি আজ
এ কোন পৃথিবীতে রেখে যেতে চাও?
—————————————————————-
৩).
#মানবতা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
এক).
ইঁট পাথরে গড়া ভূতল
নিজের ভিতর পুষেছি খল
কঠিন পাথর সরালে জল
তবুও আমার দু’চোখে ছল
যে মানুষটা দুঃখ পায়
শৈশব তার হারিয়ে যায়
তবুও সে সুস্থতায়
আরও কিছুদিন বাঁচতে চায়
মাটি পাথরে গড়া ভূতল
গভীরে তার স্বচ্ছ জল রয়েছে লুকিয়ে তাতেও
আর্সেনিক নামক হলাহল।
দুই).
পোষা যে ময়না কথা কয় না
তাকে বাইরে ছেড়ে আসি
যাকে প্রতিদিন শিখিয়ে ছিলাম
তোকে বড়ই ভালবাসি।
আমরা মুখে বলি সর্বদাই
মানবতার বড় বড় কথা
অথচ কাজের বেলায়
জানি না কোথায় হারায় মানবতা।
—————————————————————-
৪).
#সময়
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
বালক বয়সে বালক সুলভ চপলতায়
যাকে কাছে পেয়েছি তাকেই মনে ধরেছি,
আগে পিছে ভাবার ছিল না সময়,
আর পরিণত বয়সে পরিণত মনস্কতায়
আগে পরে ভাল করে ভেবে প্রেমে পড়া।
একটাতে কাঁচা মিঠে আমের স্বাদে
দাঁত টকে যাওয়ার ভয় থাকে,
অন্যটাতে রসালো মিষ্টি মধুর স্বাদে
জীবন কেমন পড়ে বিপাকে।
—————————————————————-
৫).
#অবগুন্ঠিতা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
আমি কখনই তোমাকে
ফুলের মতো ব্যবহার করিনি,
যেমন কবিদের কবিতায়
গোলাপের যথেচ্ছ ব্যবহার,
কিংবা নিতান্ত ঘাসও
যে মর্যাদা পেয়েছে হুইটম্যানের কবিতায়,
তোমাকে নিয়ে সে রকম কিছু
আমি কখনও লিখতে চাইনি,
এবং তা লিখিওনি বটে।
অন্যেরা পুঙ্খানুপুঙ্খ
তোমাকে জেনে ফেলুক
সেটা আমি চাইনি কখনই,
তাই কবিতার ভিতরে নির্দিধায়
তুলে আনতে পারিনি তোমাকে
মার্জনা করো —
আমি কখনই তোমার সঙ্গে
ফুলের মতো যথেচ্ছ ব্যবহার করিনি ।
—————————————————————-
৬).
#আমি_ভাল_নেই
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
তোমার অভাবে
সমস্ত দেয়াল জুড়ে লিখে রাখব
‘আমি ভাল নেই’
আমার নিজের ছায়া বলে উঠবে
‘আমি ভাল নেই’
পরিযায়ী পাখিরা এসে এই শীতে
শিখে নেবে এই সুরে গান,
‘তুমি কাছে নেই তাই,আমি ভাল নেই’।
তুমি কাছে নেই
তাই সমস্ত আকাশ জুড়ে জ্যোৎস্নাকে
মনে হয় গ্রীষ্মের প্রখর রোদ্দুর।
—————————————————————-
৭).
#যাওয়া
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
কতজন হারাতে হারাতে আমি এসেছি এখানে
এরপরে হারাবো কি তা বা কে জানে ?
সেই ভেবে কেঁদে ওঠে মন
প্রতিবাদে ঝড় ওঠে যখন তখন।
কেউ তো চিরস্থায়ী থাকে না এখানে
যদি তার মানে
যেতে হবে সবাইকে আগে আর পরে,
সেই কথা ভেবে মন বিদ্রোহ করে।
বিদ্রোহ প্রতিবাদে মনে ওঠে ঘোরলাগা ঝড়
কেন তবে ভাবি বসে আপন আর পর,
ঝড়ে যদি ভেঙে যায় অনেকের ঘর
চলো নিই তবে ঘর ছেড়ে সবার খবর।
এইভাবে পৃথিবীর অলিগলি সব পথ ঘুরে
হারাতে হারাতে আমি যাব চলে দূরে।
—————————————————————-
৮).
#খেলা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
(কারও ভালবাসা পাওয়া ভাগ্য হলে,
কাউকে ভালবাসতে পারা পরম ভাগ্য।)
#
এখন দেখি মুখটি ঢেকে ঘুমিয়ে আছে পাড়া
কারোই নেই এই সময়ে কোথাও যাবার তাড়া,
তাই তো এখন ঘরেই আছি চুপটি করে বন্দী
মনে ভিতর ঘুরছে দেখি নানান রকম ফন্দী।
চাঁদ দেখি করছে খেলা সারা আকাশ জুড়ে
নিশীথ রাতের তারার সাথে নিবিড় অন্ধকারে।
তোমার আমার খেলা চলে মনের আড়ে আড়ে
কেবল শুধু রাতেই নয় দিনেও বারে বারে।
ভালবাসা দেহে নয়,থাকে জানি মনে
ভালবাসা পেতে চায়,ধনী কী নির্ধনে,
আমি তাই ভালবাসি গোপনে নির্জনে
যে আমার প্রিয়জন তাকেই মনে-প্রাণে।
—————————————————————-
৯).
#দ্বিধা_নেই
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
একটি বকুল গাছ ঝুঁকে আছে নদীর কিনারে
কেউ এর মানে খোঁজে নির্জন দুপুরে?
অথচ বকুল তুমি ঝুঁকে এলে নিকটে আমার
লোকে কেন মানে খোঁজে তার?
এই যে সেজেছো তুমি বসন্ত বাহার
এতে আমার তো ভূমিকাই নেই
লোকে তবু আড় চোখে
আমাকে একবার কেন দেখবেই?
সাজলে অচেনা লাগে তোমাকে আমার
এর কোন মানে হয়?
চেনাকেই যদি এতটা অচেনা লাগে
লোকে বলে এতটা ন্যাকামো মোটে ভাল নয়
এই যে এখানে থাকা, থেকে যাওয়া শুধু
এর কোন মানে হয়?
গূঢ় কোন মানে আছে তাই থেকে যাওয়া
নতুবা তীব্র স্রোতে ভেসে যেতে দ্বিধা নেই।
—————————————————————-
১০).
#নববর্ষ
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
চুপ,কোন কথা বলো না
সময় ফুটছে,ফুটছে ফুল
নতুন বছর আসছে বলে,
দুঃখ বিষাদ ভুলতে হবে,
পুরনো দিন যাছে চলে।
নতুন পোষাক নতুন ধানে
নতুন গানে নতুন টানে,
নতুন আলাপ নতুন মানে
বলছে পাখি গানে গানে,
ডাকছে ফড়িং গাছের কানে।
নতুন বছর আসছে বলে
দুঃখ বিষাদ ভুলতে হবে,
কিন্তু বল কেমন করে?
—————————————————————-
১১).
#চালচিত্র
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
নীচে কিছু উন্মত্ত মানুষ আস্ফালন করে
ভীত সন্ত্রস্ত মানুষ রয়েছে আবদ্ধ ঘরে,
একটা বাজপাখি ছোঁ মেরে নীচে এসে
তুলে নেয় গৃহস্তের মুরগীর ছানা শেষে
প্রহরী বুঝি কিছুই দেখে না, নাকি দেখে
দেখে কিন্তু না দেখার ভান করে থাকে।
আর্ত মানুষের আর্তনাদে,ধরা বেসামাল
চরাচরে ছড়ান অদৃশ্য হিংসার যত জাল
সাদা পায়রা উড়ে যায় দিগন্তের পারে
বুলেটে আহত করেছে কে যে তারে
গায়ে তার লেগে আছে রক্তের দাগ
শহরে জুটেছে যত চতুর লোভী কাক
—————————————————————-
১২).
#অস্থিরতা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••
স্থির কোন কেন্দ্র নেই, ক্ষণিক সুখের মোহে দুলি
শিশুকাল থেকে যদি
স্থির কোন কেন্দ্রে ভর করে দুলে যাওয়া যেত,
হৃদয় তাহলে, হয়তো কিছুটা স্বস্থি সুখ পেতো।
বিপন্ন বাতাস এসে
মাঝে মাঝে এলোমেলো করে দেয় সব,
বড় অসহায় লাগে, নিজেকে তখন – মনে হয়,
সমস্ত প্রচেষ্টার একটা নির্দিষ্ট সীমারেখা আছে,
ধারে কাছে শত্রু কোন রক্তাপ্লুত হাতে
নিঃশব্দে দাঁড়িয়ে থাকে শিয়রের কাছে।
এই সব নিগূঢ় তত্ত্ব ভেবে ভেবে শুধু
হৃদয়ের অভীষ্ট কুসুম,
ফুটে উঠে ঝরে যায়
বারবার,
অনায়াসে নিভে যায় জীবনের আলো
আর সেই অস্থিরতা গড়ে তোলে
সন্তপ্ত সময়ের, স্রোতময় ঘূর্ণন দুর্বার।
—————————————————————-
শংকর ব্রহ্ম