#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#একত্রিশতম_পর্ব (#ভানুমতীর_খেল)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-
১).
#ভানুমতীর_খেল
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
মৃত্যুকে বুড়ি করে
আমরা যখন শুরু করি জীবনের খেলা
কে যে কখন ছুঁয়ে দেয় বুড়ি কালবেলা
কেউ তা জানে না
আকাশে উড়ছে কত রঙ বেরঙের ঘুড়ি
আমাদের মতো
কোনটা জখম হয়ে শেষে ‘ভো- কাট্টা’
ভূয়ে নেমে এসে
ছুঁয়ে দেবে বুড়ি মাটিতে মিশে
ব্যাস খেল খতম।
—————————————————————-
২).
#পলায়ণ
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
সন্ধ্যাকালে তোমার গালে
চুমু খেলে পাগল-প্রেমিক কেমন লাগে?
হয়তো তখন আত্মহারা বিষম রাগে
তার যে তেমন ইচ্ছেও নেই পালিয়ে যাবার,
হয়তো আবার ঠোঁট নামাবে
তোমার কি আর সহ্য হবে?
তার আগে কি দিশেহারা তুমি পালাবে?
পাগল ভীষণ ভালবাসে টের পেলেও
ঠোঁটে কি তার ঠোঁট ছোঁয়াবে?
—————————————————————-
৩).
#অঙ্গীকার
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
হয়তো মৃত্যুর পরে
নিবিড় আঁধারে
দেখা হবে একবার
তোমার আমার
তারপর কিছু নেই আর
পড়ে থাকবে অবুঝ আঁধার।
অথচ তোমার আমার প্রেম
চিরস্থায়ী করে রাখব বলে
মনে-প্রাণে করেছিলাম
দৃঢ় অঙ্গীকার।
—————————————————————-
৪).
#ডালপালা_ছড়াত
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
বেলা যত হয়ে আসে ফিকে
কত কথা যায় মনে পড়ে
দোষারোপ না করে নিজেকে
আনন্দে যাই কাজ করে।
মাঝে মাঝে মনেহয় এ জীবন
ভুলের অঙ্ক দিয়ে ভরা
মেলাবার চেষ্টা শুধু প্রাণপন
অহেতুক অকারণ করা।
কখনও নিজেরই অজান্তে
মাঝে মাঝে শিকড় সমেত
তুলে এনে গোপনে একান্তে
বাগানে বসাতে ইচ্ছে নিজেকে
রোজ তবে রোদে জলে পুড়ে
ডালপালা ছড়াত দিকে দিকে।
—————————————————————-
৫).
#ছিন্ন_বিচ্ছিন্ন_চার
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
এক).
কবিতার কাছে আজকাল আর
পৌঁছতে পারি না হায়
মাঝখানে কত সামজিক দায়
ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ায়।
দুই).
বেশ বুঝলাম এ চোর ও ডাকাত
পোড়া পেট যে বোঝে না এসব
তাতে কি আর জুটবে ভাত?
খিদের জ্বালা করে অনুভব।
তিন).
বহুকাল চুপ করে থেকে থেকে
চুপকথা জমে জমে হয়েছে পাথর,
যদি সব চুপকথা ঝুপ করে
সভার ভিতর এসে পড়ে একান্ত কাতর।
চার).
কে আর ভাবে গাছে গাছে ফুল ফোটে যত
ফুল তো আর ছেঁড়ার জন্য ফোটে না
আমরা যারা সাধারণ খবরের পিছনে ছুটি
খবর আমাদের পিছনে কখনও ছোটে না।
—————————————————————-
৬).
#ফুলের_খবর
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
ক্রমাগত ভাঙতে ভাঙতে যে মানুষটা
একটু ঘুরে দাঁড়ায়
ভাঙতে তাকে কে চায়?
তাই না দেখে একটি ভ্রমর
সঙ্গীকে তার বলে আয় না কাছে চলে,
ভাঙতে ভাঙতে যে ভ্রমরটার
ছিল না ডানায় জোর,
সেই ভ্রমরটাও এখন দেখি
নেয় ফুলের খবর।
—————————————————————-
৭).
#মনে_মনে
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
‘আমি ভাল নেই’- এই কথা বলতেই
একরাশ মেঘ এসে ঝাঁপালো শহরে,
তুমি ভাল নেই- এই কথা জানতেই
সূর্যের তেজ বেড়ে পোড়ালো শহর,
কেন যে আমরা ভাল নেই -এই কথা জানতেই
ছুটে এলো আকূল বাতাস,
‘হা হুতাশ করে কোন লাভ নেই’ – এই কথা বলে
সে-ও গেল ধীরে ধীরে চলে,
এরপর আর ভাল না থাকার কোন মানে হয় বলো?
চলো তবে দু’জনে কোথাও ঘুরে আসি মনে মনে
শহর ছাড়িয়ে দূরে কোথাও অন্য কোন খানে।
—————————————————————-
৮).
#ভুল
#শংকর ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
শব্দের ভিতরে রঙ খুঁজে ছিল অন্ধ আতুর
কালা জেনে শব্দে তার দিয়ে ছিল সুর
আর তার গান শুনে খুশী হয়ে
ফুটে ছিল পৃথিবীর গাছে যত ফুল
তাই দেখে বিলকুল খুশী হয়ে
বেঁচেছিল জগতের যত প্রাণীকুল
ভুলেও ভেব না কেউ
এই সব কথাগুলো ভুল
—————————————————————-
৯).
#নির্জনপথ
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
তুমি যেন আজও রহস্যের কিলিমাঞ্জারো
ঘুমন্ত আগ্নেয়গিরির বুকে নিঃশব্দে ঘুমাও
তানজানিয়া কিংবা আফ্রিকার
পর্বতের সপ্তশৃঙ্গ ভ্রমণে আমি
তোমার ভিতরে পা রেখে
একটা নির্জনপথ খুঁজে পাই
যেখানে যায়নি কেউ আজও
বিবর্ণ ঝরাপাতায় সে পথ আকীর্ণ
সে পথে একলা চলা বিষন্ন মনে
পাতার মর্মরধ্বনি শুধু সহমর্মী হয়।
—————————————————————-
১০).
#প্রতিবাদহীন
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
একটি জীবন ধরে অসহ্য দৃশ্যের আক্রমণ কত
এর চেয়ে অন্ধ হলে •••
কতসব অশ্রাব্য বাক্য শোনা হল রাজনীতি জুড়ে
তার চেয়ে কালা হলে •••
একটি জীবন ধরে এত বেশী হৃদয়ের জ্বালা
মনেহয় অবান্তর সব এর চেয়ে বোবা হলে পরে
অথচ আমরা কেউ-ই বোবা কালা অন্ধ নই
তবু বেশ নিরুত্তাপ বেঁচে আছি প্রতিবাদহীন।
—————————————————————-
১১).
#গরমে_বুঁদ
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
এমন অসহ্য দুর্ভেদ্য গরমে
উপায় একটা খুঁজে পেয়েছি
এমন সময়ে
এমন কয়েকটা দুরূহ দুর্বোধ্য কবিতা খুঁজে পড়ুন
যার মানে বুঝতে খুঁজতে খুঁজতে
ঘেমে নেয়ে ওঠবেন ভিতরে ভিতরে
কিংবা দুর্বোধ্য কোন চিত্রকলা দেখুন
খুঁজুন গুয়ের্নিকা বা মোনালিজার হাসির অর্থ
গরম যতটা বাইরেটা ঘামাবে
এসব ঘামাবে আপনার মনের ভিতরটা
অদ্ভূত একটা সমঞ্জস্য আসবে বোধে
গরমের আবেশে তখন বুঁদ হয়ে পড়বেন আপনি।
—————————————————————-
১২).
#তবে_তো_সময়
#শংকর ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••
যৌবনের রঙিন স্বপ্ন যখন ফিকে
দিকে দিকে
দেখে খান্ডব দাহন
পুড়ে গেছে মন
আগুন ছড়াতে ছড়াতে দিনগুলি যাচ্ছে পুড়ে
এখনও কি হয়নি সময় দাঁড়াবার ঘুরে?
যদি মোহ দ্রোহ হয়ে বুকে জেগে থাকে
চাঁদের বুকে কলঙ্কের পোড়া দাগ আঁকে
যদি এভাবেই মানুষ বেঁচে থাকে মানবতা মরে
তবে তো সময় দাঁড়াবার ঘুরে।
শংকর ব্রহ্ম