#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#বত্রিশতম_পর্ব (#ঘুমের_ভিতর)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-
১).
#ঘুমের_ভিতর
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
সত্যিকথা বলতে এখন
আমার আর ভাল্লাগে না
শোনার লোক নেই বলে নয়,
হয়তো আছে হয়তো বা নেই
তবু আমার ভিতর থেকে
সত্যিকথা উঠে আসতে চায় না যেন
চারিদিকে মিথ্যে মুখোশ দেখে দেখে
মনটা আমার মুষড়েপরা হয়ে গেছে।
এখন আমি যাপন করি
নিজের সঙ্গে মিথ্যে জীবন
এখন আমি রোপন করি
নিজের ভিতর বিষবৃক্ষ
এখন আমি নিজের কাছেও মিথ্যে বলি
পথটা বেঠিক জেনেও আমি সেপথ চলি
সোজাপথে চলতে গিয়ে
এখন আমি বাঁকাপথে ছিটকে পড়ি
মিথ্যে জীবন যাপন করে
এখন আমি সত্যি বলতে ভরসা পাই না।
পুকুরভরা জলে ডুবে আপন মনে
এখন আমি সত্যি বলি খুব গোপনে
কেউ শোনে না
এখন আমি ঘুমের ভিতর সত্যি বলি
আমি ছাড়া কেউ জানে না।
—————————————————————-
২).
#স্বগত
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
মানুষের কথা, আমার না লিখলেও চলবে
তাদের নিয়ে অনেকেই ভাবছে
আমাকে, গাধাদের নিয়ে কিছু বলতে হবে ,
কারণ, সকলেই তাদের ব্যাপারে নীরব।
গাধারা খুব নির্বিরোধী ,
আজ্ঞা ও ভারবাহী
এবং সর্বোপরী প্রতিবাদহীন।
( এলান মার্শালের একটি গল্পে পড়েছিলাম ,
সার্কসের তাঁবুর বাইরে,
দর্শকদের আনন্দ দেবার জন্য
একটি গাধা বাঁধা থাকত শক্ত দড়ি দিয়ে।
দর্শকরা তাঁবুর ভিতরে ঢোকার আগে
খুশি মতন চড় চাপাটি মারতেন,
তার মাথায় , পিঠে ,পাছায়
আর মজায় হাসতেন।
গাধাটি একদিন খুব বিরক্ত হয়ে ,
তাদের আহাম্মক বানিয়ে,
কামড়ে দিল একজনের হাতে আচমকাই।
অস্টেলিয়ান গাধা যা পারে ,
আমাদের দেশের গাধারা সেটুকুও পারে না,
এটাই আশ্চর্য। )
গাধা প্রসঙ্গ এলে ভেড়াদের কথা মনে পড়বেই
তাদের সম্পর্কে কিছু বলা উচিত ,
ইচ্ছে হলে আপনারা কেউ কিছু বলতে পারেন।
তবে আমি বলব খচ্চরদের কথা ,
স্বভাবতই আমাদের মধ্যে যাদের বসবাস
কিংবা আমি যাদের মধ্যে বসবাস করি।
জীবনে একটাও খচ্চর দেখেনি ,
এমন লোক স্বভাবতই বিরল,
আর আমার তো প্রতিনিয়তই
তাদের সঙ্গে ওঠা বসা
অথচ কি করে যে এতদিন
তাদের সম্পর্কে নীরব ছিলাম
ভাবতে আশ্চর্য লাগে।
—————————————————————-
৩).
#চালচিত্র
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
নীচে কিছু উন্মত্ত মানুষ আস্ফালন করে
ভীত সন্ত্রস্ত মানুষ রয়েছে আবদ্ধ ঘরে,
একটা বাজপাখি ছোঁ মেরে নীচে এসে
তুলে নেয় গৃহস্তের মুরগীর ছানা শেষে
প্রহরী বুঝি কিছুই দেখে না, নাকি দেখে
দেখে কিন্তু না দেখার ভান করে থাকে।
আর্ত মানুষের আর্তনাদে,ধরা বেসামাল
চরাচরে ছড়ান অদৃশ্য হিংসার যত জাল
সাদা পায়রা উড়ে যায় দিগন্তের পারে
বুলেটে আহত করেছে কে যে তারে
গায়ে তার লেগে আছে রক্তের দাগ
শহরে জুটেছে যত চতুর লোভী কাক।
—————————————————————-
৪).
#ক্ষমতা_অক্ষমতা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
নিজের ভিতরে কোন সৃজন ক্ষমতা
না থাকলে কি হবে আমার,
পরিবর্তে ধ্বংসের ক্ষমতা অসীম
মৃতকে জীবন্ত বানাতে পারি না আমি
জীবন্তকে মৃত বানাতে পারি
গাছের মতো
কোন ফুল ফল দেওয়ার ক্ষমতা নেই আমার
অথচ গাছ কেটে প্রকৃতি ধ্বংস করতে পারি
আমার ভিতরে ঠিক আমি নয়
একটা হিংস্র পশু বাস করে
যে আমাকে সৃজনে নয় ধ্বংসে লিপ্ত করে
নিরন্ন মানুষের মুখে আমি
দু’মুঠো অন্ন তুলে দিতে পারি কি না পারি
তাদের মুখ থেকে অন্ন কেড়ে নিতে পারি
মানুষকে ভালবাসার ক্ষমতা নেই বলেই
আমি তাদের অশ্রদ্ধা করি
—————————————————————-
৫).
#লজ্জা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
যারা আজ কবিদের কবিতায় ঠাঁই পেল না,
অথচ প্রতিদিন তাদের মুখে অন্ন যুগিয়েছে ,
এবং কারখানায় নিজেদের জীবন নিষ্পেষ করে
প্রয়োজনীয় সামগ্রী জুগিযেছে
কিংবা যারা তাদের এবং তাদের কুকুরের যত্ন নিয়েছে
তারা যদি জানতে চায়, কী করছিলে তোমরা
যখন তা’রা যন্ত্রণা ভোগ করছিল,
তাদের জীবন পুড়ে ছাই হয়ে যাচ্ছিল?
আমার প্রিয় কবিরা, কি উত্তর দেবে তাদের?
তোমাদের বিবেক গিলে ফেলবে শকুনের স্তব্ধতা
দুর্দশা কুরে কুরে খাবে তোমাদের হৃদয়কে
আর তোমরা চুপ করে লজ্জায় মুখ লুকাবে।
—————————————————————-
৬).
#খেলা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
আজকাল কবিতা লিখতে গিয়ে
তাকে নিয়ে ভাবি কত কথা
অথচ আসে না কবিতা
শব্দরা খেলে শুধু আমাকে নিয়েই
শব্দের সাথে খেলা ভাল লাগে বেশ
আর তার রেশ
যেন থাকে সারাবেলা।
এই ভাবে কেটে যায় কবির সময়
খেলা করে সাথে তার
কেন তবু বারবার
ধরতে না পেরে তাকে
আর কি তা ভাল লাগে?
কবিতা হারাবে ভেবে মনে ভয় জাগে।
কবিতা লিখতে গিয়ে ভাবছি এখন
ভাববো না কথা তার
দেখি তাতে খেলা জমে কি না আর
কতখানি ভাল লাগে তার?
—————————————————————-
৭).
#অভ্যাস_বশতঃ
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
কম তো ছিল না বলার মতো কথা
তবু নীরবতা রক্তে ঢুকে গেছে আমাদের
কতটা ক্ষোভ জমা হলে বুকে
বিস্ফোরণ ঘটে যেতে পারে ছিল না তো জানা
তাই অন্ধকারে ফুঁ দিয়ে যাচ্ছি অভ্যাস বশতঃ
আগুন কিছুটা উস্কে রাখার জন্য।
প্রজাতন্ত্র দিবস আজ কথার কথা শুধু
তরুণ প্রজন্ম এতে পায় না কোন মধু
২৬শে জানুয়ারী লাল দাগ মার্কা দিন
মদমাংস চুটিয়ে টেনে,স্ফূর্তিতে হয় লীন
নেতা মন্ত্রী থেকে সবাই, বুড়ো হাবড়া,দামড়া
দিনটাকে এলেবেলে করার কারণ আমরা।
—————————————————————-
৮).
#উষ্ণতা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
উষ্ণ সান্নিধ্য পেলে আজীবন মোম গলে যায়
এ’কথা সত্যি খু্ব , কিছু মিথ্যে নয়
এখানেই রয়ে গেছে গোপন সংশয়,
কেন হয়? কতখানি হয়?
সেই ভয় ধীরে ধীরে বিস্তরিত হয়
শাখা-প্রশাখার মতো
আর যত উষ্ণতা বলয় গড়ে ওঠে চারপাশে তার
ছায়া ফেলে জীবনে আমার,
তাতে আরও মায়া বেড়ে যায় উষ্ণতার প্রতি,
মিথ্যে কিছু নয়, এ’কথা সত্যি অতি
আর যেই কথা আছে বাকী
সেইসব কথা একান্তে গোপন থাকে নাকি?
—————————————————————-
৯).
#স্থগিত_থাক
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
ভাঁড়ার শূন্য এখন পুণ্য স্থগিত থাক
যা করেই হোক কঠোর শ্রমে নিজেকে বাঁচাক
যেখানে সেখানে টেনে নিয়ে যাক
নিজেকে পোড়াক
বেসামাল নদী ঝড় ওঠে যদি ভয় ভুলে যাক
জলে ভেসে থাক
যা করেই হোক নিজেকে বাঁচাক
ভাঁড়ার শূন্য এখন পুণ্য স্থগিত থাক
প্রেমে যদি পারে নিজেকে মজাক
তা না হলে রোদে পুড়ে হোক খাক্
নিজেকে জানুক এবং জানাক
ভাঁড়ার শূন্য এখন পুণ্য স্থগিত থাক
প্রেমে ডুবে যাক
খাবি খেলে খাক
তবু নিজেকে বাঁচাক
ভাঁড়ার শূন্য এখন পুণ্য স্থগিত থাক
—————————————————————-
১০).
#প্রয়োজন
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
সুখপাখি শূন্যতায় ডানা মেলে উড়ে যায় দূরে,বহু দূরে
কিছু ফুল মধু নিয়ে প্রতীক্ষায় থাকে কারও তরে,
কিছু ব্যথা বুকের শূন্যতা জুড়ে বাসা বেঁধে থাকে,
তবুও গোপন কিছু আশা হত হতে, অপেক্ষায় থাকে।
বুকের শূন্যতাটুকু ভরে নিতে শুধু প্রেম প্রয়োজন ছিল
ঠোঁটের শূন্যতাটুকু ভরে নিতে দু’টি ঠোঁট প্রয়োজন ছিল,
কিছু বোধ অবোধের মতো জীবন গড়ার কাজে লাগে।
কিছু শর্ত হৃদয়কে কুরেকুরে খায়,বোধে গাঢ়ব্যথা জাগে
তাই বাঁচার শূন্যতাটুকু ভরে কিছু প্রেম প্রয়োজন ছিল।
—————————————————————-
১১).
#মানবতা
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
জীবন দর্শন এই মানবতা ছাড়া
আর কোন দর্শনের পক্ষে
কোথাও পৌঁছে দিতে পারা
এতই সহজ কাজ?
এ কথা বোঝেনি যারা আজ
তারাই গড়তে চায় অদ্ভুত সমাজ।
সে সমাজ গড়ে উঠে ভেঙে পড়ে
বাইরে ভিতরে।
কত বাদ এলো গেলো
প্রতিবাদে যতই না ঝড় তোলো
সব কিছু হয়ে যাবে ফাঁকি
যদি সেথা রয়ে যায় মানবতা বাকী।
—————————————————————-
১২).
#ভাবতে_ভাল_লাগে
#শংকর_ব্রহ্ম
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
আমার জন্য কেউ ভাবে – ভাবতে ভাল লাগে,
সে আছে অন্য কোথাও , অন্য কোনখানে,
অমোঘ টানে , সে টানে মনে প্রাণে
তাকে আমি এড়াতে পারি না
মাঝখানে থাকে পড়ে বিরাট ব্যবধান
যে বাধা অতিক্রম করতে আমি অসহায়
সমাজ সংসার তা মানতে রাজী নয়
তা’তে অসামাজিকতার তকমা লেগে যায়।
তবু ভাবতে ভাল লাগে
কেউ আমার কথা ভাবে রাগে-অনুরাগে
প্রয়োজনে আমার জন্য সে রাত জাগে
ভাবতে ভাল লাগে।
—————————————————————-
শংকর ব্রহ্ম