You are currently viewing কবিতাগুচ্ছ

কবিতাগুচ্ছ

#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ স
#সপ্তবিংশতি_পর্ব (#তোমার_কাছে)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-

১).

#তোমার_কাছে
#শংকর_ব্রহ্ম
*********************************

তোমার কাছে যাই না এখন সকালবেলা
তা ছিল এক দারুণ খেলা আমার কাছে
তোমার কাছে গেলেই আমার নাচত হৃদয়
বুকের ভিতর গুড়িগুড়ি অজানা ভয়
ছন্দ মিলে ঘটত হঠাৎ অবহেলা
তোমার কাছে যাই না যে আর সন্ধ্যেবেলা।

তোমার কাছে যেতাম যখন সন্ধ্যা সকাল
হৃদয় জুড়ে ছিল তখন প্রেমের আকাল
হৃদয় এখন শক্ত এবং কপটচারী
প্রেমের নেশায় আগের মত নই আনাড়ী
নিজের সাথে করি না আর হারিকিরি
তোমার কাছে যাই না এখন তাই যে নারী।

—————————————————————-

২).

#স্বপ্নের_ছবি
#শংকর_ব্রহ্ম
*********************************

হেঁটে হেঁটে আমি চলে গেছি কত দূরে
ফিরে আসবার কথাও ভাবিনি ঘুরে
যারা পড়ে ছিল তাদেরও ডেকেছি সঙ্গে
এসে ছিল কেউ,কেউ বা মেতেছে রঙ্গে

এ ভাবেই গেছে দিনগুলি সব ফুরিয়ে
এখন হয়তো গিয়েছি কিছুটা বুড়িয়ে
শরীরে ও মনে তবুও ক্লান্তি আসেনি
স্বপ্নের আশা ছাড়িনি স্বপ্নেরা সব ভাসেনি

হেঁটে হেঁটে পথে স্বপ্ন দেখেছি কত
স্বপ্নে জাগবে তারা যারা ছিল আশাহত
স্বপ্পেরা আজও দুমড়ে মুচড়ে যায়নি
যদিও সে’সব সফলতা খুঁজে পায়নি

এখনও স্বপ্ন ভবঘুরে চোখে দেখে
কবি কি সবটা কবিতায় তার লেখে?
ভাবতে ভাবতে সামনে এগোয় কবি
চোখে মুখে তার আঁকা স্বপ্নের মায়াছবি।

—————————————————————-

৩).

#বিশ্ব_কবিতা_দিবসে
#শংকর_ব্রহ্ম
*********************************

আজ বিশ্বকবিতা দিবসে,
কবিতাকে নিয়ে মাতামাতি হবে কিছুটা,
তারপরে সব ভুলে যাবে কথা তার,
এটাই দুঃখ,জানি আমি কবিতার।

জানি না কবিতা কবে যে
বুকের ভিতরে ফুল হয় ধীরে ফুটবে
কবে যে কবিতা বুলেটের মতো
সময়ের আগে ছুটবে?

কবিতা যে আজ হাঁপানি টানে ধুঁকছে
শিকারী কুকুর চারপাশে তার রক্তের ঘ্রাণ শুঁকছে,
যারা দেখি আজ মানব রক্ত চুষছে
সেই ক্রোধে বুঝি কবিতাও আজ ফুঁসছে?
বিশ্ব কবিতা দিবসে
কবিতা পারে কি রাখতে দুরাচারীদের বশে?

—————————————————————-

৪).

#বসন্ত_এসেছে
#শংকর_ব্রহ্ম
*********************************

দেহে যখন রঙ লাগে
তার ছোপ কি পড়ে মনে,
সেই কথাটা ভেবেছিলাম
আমার বয়স সন্ধিক্ষণে।

আর এখন ভাবি, রঙগুলো সব
আসলে ব্রজধামের ধূলো,
মনের ব্যথায় দেহ ফোঁপায়
যখন হৃদয়ে রঙ ছুঁলো।

কে দিল রঙ কে দিল না
তা নিয়ে খুব ভাবছি না
কারও মনের গভীরতা
রঙ দিয়ে আজ মাপছি না।

মন রেঙেছে আপনি যখন
তখন মনে রাখছি না
কারা দিল কত যে ব্যথা
তাদের কথা ভাবছি না।

বসন্তে আজ মন রেঙেছে
সেটাই বড় পাওনা আজ
পুরনো সব ব্যথার কথা
বল ভেবে লাভ কি আজ?

—————————————————————-

৫).

#ছোট_জীবন
#শংকর_ব্রহ্ম
*********************************

কেন যে এসেছি আর কেনই বা যাব
এর কোন উত্তর আছে কিনা ভাব,
যেতে হবে সকলকে আগে আর পরে
সেই নিয়ে ভাবনাটা বোকারাই করে।

এসেছি যখন এই পৃথিবীর বুকে
তাকে ছেড়ে যেতে হবে সুখে আর দুখে,
শুরু আছে শেষ নেই এমন কি হয়
তবে আর মরণকে পাও কেন ভয়?

আসিনি তো সেচ্ছায় যাওয়াটাও তাই
এই নিয়ে ভাবনার আর কিছু নাই,
কষ্টের দিনগুলো ফুরালেই তবে
নিশ্চিত জেনে রাখ তুমি চলে যাবে।

তাই কাজে ডু্বে থাকি সময়ের সাথে
জীবন কেন যে ছোটো পড়ি ভাবনাতে।

—————————————————————-

৬).

#কবির_প্রেম
#শংকর_ব্রহ্ম
*********************************

তোমার সময় হলে যেও তুমি চলে
কবি শুধু আনন্দ পায় মনের কথা বলে
মনে যে কি ইচ্ছা হয়
খুলে বল সে সব কথা
না করে সংশয়
কবির প্রেমে মুগ্ধতা রয় অন্য কিছু নয়।

তুমি যে ভীষণ ভাল
তোমায় কবি ভুলতে পারে বল?
তোমায় ভোলা সহজ নয়
তাই যে কবির লাগছে ভয়
ভবিষ্যতে কি যে হয় !

তোমায় কেউ বাসে না ভাল বললে কেন তুমি?
কবি তোমায় ভালবাসে জানে অন্তর্যামী।

—————————————————————-

৭).

#সঞ্চয়
#শংকর_ব্রহ্ম
*********************************

নারী কিংবা পুরুষ নয়,
এ’কথা জানে অন্তর্যামী
একজন প্রকৃত মানুষ খুঁজছি আমি,
যার কাছে নির্দিধায়
নিজেকে সঁপে দেওয়া যায়।
ভাল মন্দ অথবা দ্বিধা দ্বন্দ
সন্দেহ সংশয় কিংবা মুগ্ধতা বিস্ময়
সব কিছু মিলে,
যাকে একান্ত আপন মনে হয়
যে হবে আমার প্রকৃত সঞ্চয়।

একজন প্রকৃত মানুষ খুঁজছি আমি
এ’কথা আর কেউ না জানুক,
শুধু জানে অন্তর্যামী।

—————————————————————-

৮).

#আনন্দ_উৎসব
#শংকর_ব্রহ্ম
*********************************

তোমার সমস্ত বাগান ভরে গেছে ফুলে
একবার বাইরে এসে দেখ
উত্তরীয়র আড়ালে ঢাকো নিষিদ্ধ পৃথিবী
আমি বাউল হয়ে চলে যাব দূরে
যেখানে নাম ধরে ডাকলেও কেউ সাড়া দেয় না
হয়তো আবার ফিরেও আসব
যখন তোমার উঠোন ভরে যাবে উদাসী হাওয়ায়
বাতাস ভরে উঠবে তোমার দীর্ঘশ্বাসে
ক্ষুধার্ত পৃথিবী এসে দাঁড়াবে তোমার সামনে
ফিরে এসে বুঝে নেব পৃথিবীর গোপন শঠতা
তারপরে তোমার হাত ধরে বলে উঠব
চল আজ আমাদের আনন্দ উৎসব।

—————————————————————-

৯).

#বসন্তের_গানে
#শংকর_ব্রহ্ম
*********************************

শুধু সেই হাতটাই নেই,আর সব আছে যথাযথ
খোলামেলা আকাশ,পলাশরাঙা মৃদুমন্দ হাওয়া,
শুধু মুখখানা আর ভাসে না দু’চোখে অবিরত
অগনন নক্ষত্রের মাঝে যার নিপুন আসা যাওয়া।

বাতাসে আসছে ভেসে ঘ্রাণ তার বসন্তের গানে,
সে যে কোথায়ও নেই,সে’কথা কি বসন্ত জানে?
হাতটাই নেই শুধু,আর সব ঠিক ঠাক আছে
এই বসন্তবাহার পরিবেশে ধারে আর কাছে,
পলাশ বনের ছুটে আসা হাওয়া জানায় আমন্ত্রণ,
তার রেশ ছড়িয়ে পড়ে আনচান করে ওঠে মন
শুধু সেই হাতটাই নেই দেখি,আমি এক অভাজন
যেই হাত ধরে তার কাছে অনায়াসে যেতাম এখন।

—————————————————————-

১০).

#বুড়ি_ছোঁয়া
#শংকর_ব্রহ্ম
*********************************

আকাশে উড়ছে কত রঙ বেরঙের ঘুড়ি,
কোনটা যখম হয়ে ভো- কাট্টা
ভূয়ে এসে, মাটিতে মিশে, ছুঁয়ে দেবে বুড়ি,
কেউ তা জানে না।

মৃত্যুকে বুড়ি করে
আমরা সকলে শুরু করেছি জীবনের খেলা,
কে যে কখন ছুঁয়ে দেবে বুড়ি কালবেলা,
খেল খতম।

—————————————————————-

১১).

#নিষেধাজ্ঞা
#শংকর_ব্রহ্ম
*********************************

এক).

বাতাস এসে বললো কানে কানে
থাকিস কেন একলা সংগোপনে?
আমি তাকে কিছু বলার আগে
পালিয়ে গেল গোপন অনুরাগে।

তাকে আমি বলতে পারিনি যে
একলা থাকি কেন আমি নিজে,
আমার একলা থাকার কারণ
তার সাথে যে দেখা করা বারণ।

দুই).

হলে হলো, না হলে নেই
আসলে ব্যাপারটা
কাকতালীয় নেহাতই,
ইচ্ছে পাখি ওড়ে
কাছে দূরে
ধরা গেলে গেলো,না হলে নেই
তবে আক্ষেপ নেই কিছুতেই।

—————————————————————-

১২).

#খোঁজা
#শংকর_ব্রহ্ম
*********************************

এক).

কাল একেলা অন্যোন্যপায়
ডুবে ছিলাম সূক্ষ্ম ব্যথায়,
আজ সকালে ফাগের আলো
দূর করে দেয় মনের কালো।
তুমি যে এখন রয়েছে কোথায়
সেই কথটাই শুধু মনেহয়।
আলোর ভিতরে কালোর ছায়া
আবার কেমন ঘিরছে আমায়,
বলো দেখি এর কোন মানে হয়?
এখন তোমায় খুঁজবো কোথায়?

দুই).

আমার কাছে তোমার স্মৃতি অযত্নে সব
বাড়তে বাড়তে, এখন দেখি বিষাদ অনুভব,
আমার কাছে তোমার চিঠিগুলো যত্নে ছিল সব
এখন দেখি পোকায় কাটা কাগজ-পত্র সব।
হাত চিঠি আজ কেউ লেখে না আর
আমায় ফিরে কেউ দেখে না তোমার মতো তীব্র চোখে,
বলছে সবাই আমায় ডেকে,
আমি নাকি ভুগছি এখন ‘মন অসুখে’।

আমার কাছে তোমার চিঠিসব
যত্নে ছিল গোপন তাকে,
সেখানেও যে কীট ঢুকে করবে ছারখার
আগে থেকে জানত কে আর?

—————————————————————-

inbound8085549270383062823.jpg

শংকর ব্রহ্ম

Leave a Reply