তোমাকেই চাই, বহুবার জন্মানোর পরও আমি আগের মতোই।
দুধ দিয়ে ভাত খাই, হাত-পা-চোখ আছে সর্বাঙ্গে সবোই।
তোমাকে ভালোবাসি, চিতার আগুনে পুড়ে আমি উড়ে উড়ে পৃথিবী ছেড়ে যাইনি, তোমার নাকাগ্রে হেসেহেসে বসেছি বারংবার।
আমার বারবারের জন্ম ওটাই মনে করে দিয়েছে আবার।
সমুদ্রজলে আমার তেষ্ঠা মেটানোর ব্যর্থ চেষ্ঠা আমি করিনি, পৃথিবীকে ঘর ভেবে তোমার ঠোঁটে আমার তিরাশ মিটেছে জন্মবধি।
ভালোবাসার দাবি নিয়ে আমি সেঁচে দিতে পারি মহাসমুদ্রের জল অথবা জলময় করে দিতে পারি নদী।
তোমাকে ভালোবাসলে আমার আর ব্যর্থতা থাকে না,
না থাকে আমার মনের নগ্নতা।
কেন্দ্র থেকে তোমার পরাণে আমি বেঁধে দিতে পারি আজন্মকালের মিত্রতা।
তুমি কোন নারী নও, প্রেমিকা। তোমাকে ভালোবেসে আমি পবিত্র পান্ডুলিপির ভিখারী, তুমি কবিতার আবাসভূমি।
আমার অনুভূতির দশ-ইন্দ্রিয়, সংসারি অথবা বৈরাগ্য ভাব, সব তোমাকে সমর্পণ করে ধূলিমাখা পায়ে দিলাম যুগান্তরের চুমি।
বালুঘাট, ঢাকা।
২৫ এপ্রিল ২০১৮ ইং
রুদ্র সুশান্ত