স্বাধিনতার ঝলমলে সুর্য দেখেছে বাঙ্গালি আজ,
কতকাল আগে বীজ লাগায়েছে ভুলিয়া সকল কাজ,
সংগ্রাম ও ত্যাগের সাধনায় বাঙ্গালির ছিলনা কভু ভাজ
তাই জাতী আজ ফিরে পেয়েছে স্বাধীন ছাব্বিশে মার্চ
প্রজন্মর পর প্রজন্ম গড়েছে বাঙ্গালি করতে রাজ
সন্মান ও শ্রাদ্ধায় ভুলিনি মোরা প্রিয় ছাব্বিশে মার্চ
বুকে চাপা আশা প্রিয় বাংলা সেজেছে সোনাভড়া কারুকাজ
এ বাংলার মহান স্বাধিনতা দিবস প্রিয় ছাব্বিশে মার্চ।
কলমেঃ সরদার সাকিব আহমেদ।