inbound9085711536856438328
inbound9085711536856438328

কবিতা ঃ আর্তনাদ

আর্তনাদ
কলমে মহাদেব রায় ২৯/৩/২০২৩

বুকের বাঁ পাশটায় ব্যাথা
কফ পরেছে জমা,
থরথর কাঁপুনি জ্বর
ঔষধসেবনে কমেনি মা।
নিঃশ্বাসে পরেছে টান
রয়ে গেছে হাত পা জ্বলন,
নয়নে পরেছে কালো
আর্তনাদ! মৃত্যু হলে ভালো।
কোমর হয়েছে ভাজ
ব্যাথা ভরা হাটু ভর,
মাথায় চাকচরকী ঘুরোনী
পেটের ব্যাথা হুল শুলানি।
নিথর দেহটা রয়েছে পরে
ছোট ভাঙ্গা কুড়ে ঘরে,
ছেলেমেয়ে নাই তার
আত্মীয়-স্বজন হয়েছে পর।
খবরেরকাগজে উঠেনি নাম
ক্ষুধা পেটে নয়নে জল,
একমুঠ ভাত যে সম্বল
ঠাণ্ডা কাঁপুনি নেইকো কম্বল।
বাড়াইনি কেহ সাহায্যর হাত
হয়নি তাহার প্রভাত,
কেটে গেলো সারা বেলা
দুঃখে রয়ে গেলো আজ একলা।

inbound9085711536856438328

মহাদেব রায়

Leave a Reply