inbound4395878946177931982
inbound4395878946177931982

কবিতা: অনিশ্চিত

লেখক: সম্রাট শাহজাহান

শুনেছো কি কারো মনের তীব্র আক্ষেপ,
গুনেছো তার জন্য অপেক্ষার প্রহর।
দিয়েছো কি তাকে এক টুকরো মায়া ,
ভেসেছো কি তাকে একটু ভাল ।

সে তো তোমার জন্য অপেক্ষার প্রহর গুনে,
অনেকটা ভালো ও বাসে ‌।
খানিকটা স্নিগ্ধতা পাওয়ার ইচ্ছা পোষণ করে,
যদি পায় একটুখানি ঠাঁই তোমার কোমল মনে !!!!!!!

inbound4395878946177931982

Monirujjaman Monir

Leave a Reply