কবিতা –মেয়ে কালো ২৬/০৩/২০২৩
কলমে মহাদেব রায়
ও পরিমল দা কি হলো?
তোমার মেয়ে কে নাকি দেখতে এলো!
দাদা মেয়ে আমার কালো,
সেই শুনে ছেলে পক্ষ ফিরে গেলো।
তোমার মেয়ে মার্ষ্টার ডিগ্রি পাশ,
চিন্তা করোনা দাদা মনে রাখো বিশ্বাস।
মেয়ে আমার ব্যবহার গুনে গুণবতী,
দাদা মেয়ের বিয়ে হবে কিনা! এইতো নিয়তি।
আজকাল রুপের মায়াময় ফর্সা গাঁয়ের রং
ছেলে পক্ষ খুজে এমন মেয়ে করে যেন মডেলিং।
হাতের উপর সংসার নেই টাকা কড়ি
যৌতুক দিবো কেমনে, বিয়ে কেমনে ধরি।
মেয়ে কালো বলে ঘটক আসেনা বাড়ী
মেয়ে বাপ হতোভাগা, যেন আমি মরি।
দাদা মেয়ে বলে করনা দুঃখ প্রকাশ
মেয়ে চাকরিজীবী জামাই পাবে দিলাম আশ্বাস।
ঈশ্বরের দান হয়েছে মেয়ে কালো
সেই থেকে যেন দাদা কপাল আমার পুড়লো।
দাদা মেয়ে বলে কতজন নেয় ঠাট্টা মজা
পন দিয়া বিয়ে দিলে ছেলে পক্ষ সোজা।
গরীব ঘরে মেয়ে হয়ে জন্ম যেন কাল
আধারে ভরা বাবার জীবন, হয়না যেন সকাল।
মহাদেব রায়