You are currently viewing কবিতা – নিষিদ্ধ প্রেম

কবিতা – নিষিদ্ধ প্রেম

নিষিদ্ধ প্রেম
প্রবীর কুমার চৌধুরী

বুকেতে মহাশূন্যতা,ভয়ংকর তুমিহীনতায় আচ্ছন্ন এ শহর
” অমরাবতীর সুরযুবতী ” – র ভালোবাসা জেগে ওঠে বসন্তের জামা গায়ে ।
গৈরিশ ছন্দে বেজে ওঠে সুর – ভেসে যায় স্রোতে ও নয়নের স্বপ্নাভ রঙিন দৃষ্টি
প্রেমহীন ষোড়শী অনিয়ান,পতঙ্গের ন্যায় প্রবেশ করে মৃত্যুশিখায়।

বিন্দু,বিন্দু বিধান ভাঙে প্রবাহমান শ্রুশুত চতুষ্পাঠীর-
কামনা রোহিত তৃষিত আকুল আঁখি ,প্রেমে নিষিক্ত স্বপ্ন সৃষ্টির প্রলোভনে।
অনন্তকালের গৃহহারা – মরীচিকার পিছে ছোটে না পাওয়ার বেদনায়
দিবাসনে পরকীয়ায় রক্তাক্ত জিহ্বা- সহস্র বছরের অবৈধ আমানত।

জীবনের পরম লগণ ভ্রমে,নদীর স্রোতের ন্যায় স্বাধীনতার বিকিকিনি-
সহসাই অস্ত যায় রবি, সন্ধ্যতারা নিভু,নিভু তমসায় হারায় উদবর্তনে।
জাত,ধর্ম,মতাদর্শ মুখোশের পর মুখোশে জড়ানো সৌভিক জারিজুরিতে –
অক্ষমে জাবরের হাহাকার, আর কতকাল ঝোলাবে সতীত্বের দলিল ?

নিষিদ্ধ এ শহর ,কলঙ্কময় সমাজ এখনও অনদ্ধত সঙ্গমে
প্রেয়সীর দেহের জ্যোৎস্নামধু খায় চুষে,চুষে,শুষে ,শুষে সৌভিক জাহান্নামে
সৌহার্দ বিরল কামুক সৌপ্তিক – ভাঙা সেতুর নীচে নিথর রক্তাভ সৃক্কনি
আরকত , কতকাল প্রেম গুনবে মৃত্যুপ্রহর , নিষিদ্ধ প্রেমের নিষিদ্ধ প্রহরে ?

সংরক্ষিত
গড়িয়া,কলকাতা।
মোবাইল নং ৮৭৭৭৭৪১৩০১

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

inbound6424140510232997987.jpg

প্রবীর কুমার চৌধুরী

Leave a Reply