inbound5774586030679118602
inbound5774586030679118602

কবিতা: প্রার্থনা

`- প্রার্থনা ।।
•কলমে: এবি আল মাহিন।🖊️

হে আল্লাহ!
মুই পাপি এক বান্ধা,
ক্ষমা চাই তোমারই দরজায়।
মন যাহা চাইয়াছে করিয়াছি তাহা,
করিনি তার বিরুদ্ধতা।

হে আল্লাহ!
করিতা যদি আমায়,
তৃন উদ্ভিদ,গাছ-পালা।
দিতে আর হইতো না,
হিসাব হাশরের ময়দান।

হে আল্লাহ!
দুচোখ মেলিয়া দেখিয়াছি,
করিয়াছি কতই না জ্বিনা।
এবারকা যদি দিতা,
মোরে একটু ক্ষমা।

হে আল্লাহ!
কোথায় আছে পাপ কর্ম,
সেথায় আছি মুই।
করিয়াছি কতই না গুনা,
দাও মোরে রহমের ছায়া।

হে আল্লাহ!
দাও দাও তোমার রাস্তায়
পিরিয়ে আনিয়া দাও।
কবুল কর তোমার পথে,
নাজাত কর আমার ঘারে।

হে আল্লাহ!
বেলা শেষ হবার আগেই,
যাতে তৈয়ার ও প্রস্তুত হইতে পারি।
দুনিয়াবি কর্ম ছাড়িয়া,
তোমারি পথে গমন করিতে পারি।

হে আল্লাহ! হে আল্লাহ! হে আল্লাহ!
কবুল কর,আমিন।।

এবি – ‘লেখা ও গল্পে’ মনের ভাব প্রকাশক!!

inbound5774586030679118602

Ab Al Mahin

Leave a Reply