শিরোনামঃ :- মহান স্বাধীনতা
কলমে :- সুব্রত চক্রবর্ত্তী
তারিখ :- ২৬.০৩.’২৩।
এসেছিল স্বাধীনতা বহু সংগ্রামে
কত শহীদের রক্তের বিনিময়ে
বাংলার মাটিতে উড়েছিল জয়ধ্বজা
২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা।
স্বাধীনতার সূর্য ওঠার পর
পদ্মা মেঘনায় বয়ে গেছে কত জল
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ
করছে বাহান্ন তম স্বাধীনতা দিবস পালন।
রক্তের হোলি খেলেছিল ওরা
নারীর সম্মান হয়েছিল লুন্ঠিত
কত সন্তানের জীবন প্রদীপ নিভেছিলো
ঘর হারিয়ে ঠিকানা হয়েছিল পথ।
সেদিনও উঠেছিল সূর্য এমন
ছিল সেদিন মানুষের কান্নার রোল
নব প্রভাতের সূর্য আজো উঠেছে
স্বাধীন বাংলার মানুষ ঘরে ঘরে হাসছে।
স্বাধীনতার পর কেটেছে এতো বছর
বাংলাদেশে হয়েছে উন্নয়ন
শিক্ষা,স্বাস্থ্য,খাদ্য, বাসস্থানের
মুছে যাক বিভেদ,হোক স্বাধীনতার,সঠিক প্রয়োগ।
দমদম জংশন কলকাতা।
সুব্রত চক্রবর্ত্তী