shakib-ahmed

কবিতা- স্মৃতিময় স্কুল

খোলা মেলা চুলে
স্কুলে যেতাম আমি ভোরে।
ঘন্টার শব্দে ব্যাগ ঘাড়ে
দৌড় দিতাম আমি রোজ স্কুলে।

লাগতো ভীষণ প্যারা
কখন ছুটি দিবে মাঠে হবে খেলা।
বন্ধুদের সঙ্গে গাইবো গান
আড্ডায় জমে থাকবে এই প্রান।

ছুটির ঘন্টার শব্দে দৌড় দিতাম বাড়িতে
বই খাতা ফেলে কার্টুন দেখতাম রোজ টিভিতে।
মন বসতো না আর পড়ার টেবিলে
ব্যাট বল হাতে বন্ধুরা আসতো রোজ বিকালে।

ছুটির ঘন্টা বাজতো প্রতিদিন
দেখতে দেখতে বড় হয়ে গেলাম আমরা একদিন।
চলে গেলাম সবাই একদিন স্কুল ছেড়ে
বন্ধুদের কথা মনে পড়লে কথা যায় বেড়ে।

যদি আবার আসতো এইদিন
ছুটে যেতাম আমি স্কুলে প্রতিদিন।
ফেরা হবেনা আর ক্লাসরুমে
স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে।

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

shakib-ahmed

সাকিব আহম্মেদ

Leave a Reply