খোলা মেলা চুলে
স্কুলে যেতাম আমি ভোরে।
ঘন্টার শব্দে ব্যাগ ঘাড়ে
দৌড় দিতাম আমি রোজ স্কুলে।
লাগতো ভীষণ প্যারা
কখন ছুটি দিবে মাঠে হবে খেলা।
বন্ধুদের সঙ্গে গাইবো গান
আড্ডায় জমে থাকবে এই প্রান।
ছুটির ঘন্টার শব্দে দৌড় দিতাম বাড়িতে
বই খাতা ফেলে কার্টুন দেখতাম রোজ টিভিতে।
মন বসতো না আর পড়ার টেবিলে
ব্যাট বল হাতে বন্ধুরা আসতো রোজ বিকালে।
ছুটির ঘন্টা বাজতো প্রতিদিন
দেখতে দেখতে বড় হয়ে গেলাম আমরা একদিন।
চলে গেলাম সবাই একদিন স্কুল ছেড়ে
বন্ধুদের কথা মনে পড়লে কথা যায় বেড়ে।
যদি আবার আসতো এইদিন
ছুটে যেতাম আমি স্কুলে প্রতিদিন।
ফেরা হবেনা আর ক্লাসরুমে
স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে।
সাকিব আহম্মেদ