inbound3655761933651596521
inbound3655761933651596521

কবিতা 🍂পিতার অবদান

🇧🇩 পিতার অবদান 🇧🇩 ০৩-০৪-২০২৩ইং
কলমে মহাদেব রায়

হাজার আবদার শত আহাজারি
স্বপ্ন সব পুর্ণতায় আশ্বাসে ধৈর্যধারী
প্রভুপরায়ণতা ইচ্ছা পুরণে পরিশ্রমী
সকলে মুখের হাসিতে তিনি বিদায়ি দশমী
মাথায় সহস্র বোঝা! চুয়ে পরা ঘাম,
তবুও নম্রস্বভাব সম্মানের কাছে প্রণাম
রৌদ্রতেজ সহ্যশক্তি দেহমন মনোবল,
সর্বদা সত্যপথ পরিভ্রমণ করিল দখল।
নিরুৎসাহিত বাণী করিত উৎসাহিত,
সবেমাত্র দুঃখময় জীবন! সুখে করিছে পরিণত।
কন্ঠে সুমধুর বাণী, তেজময় সংগ্রামী,
সন্তানের শাষন মহোদয় বনিতার বিরল স্বামী।
শত কষ্টের দাবিদার পুর্ণতায় সকল আবদার,
পিতামহ মোর সবার সুখের খুলে দিলো দ্বার।
ছেড়া জামা, ছেড়া জুতা পরনে তাহার,
নতুনত্ব পূরণে হাসিয়া সকলে,শান্তিভাব অন্তর।
এমনি হয় সেই পিতামহোদয়, দেখিনু নয়নজল,
সুখের চাবি দিলো হাতে, তিনি হলেন বীরবল।
সদাই পরিত মনে, সেই সোনা মাখা মুখ,
দূর দেশে আসিয়া কান্নায় ভাসিল বুক।
থাকিতাম যদিবা নীড়ে সবাইরে ভিড়ে,
বনিতার দেখিতাম ওই মুখখানি পরাণ জুরে।
কাঁধেচাপা বোঝা নিয়ে করিল গমনপথ,
সকলের শান্তিদূত পিতামহীর নরম দুহাত।
বয়সের ভারে আজ সে হয়েছে বোঝা,
বিন্দুমাত্র ছিলোনা কৃপণ অতিশয় সরল সোজা।
ভুলিবার নয় এমনকি পিতার অবদান,
ধরণী জুরে সকলের কাছে পিতামহ মহান।

inbound3655761933651596521

মহাদেব রায়

Leave a Reply