শিরোনামঃ- গ্রামের মেয়ে নন্দিনী
কলমেঃ- আকাশ সরকার
আজ তোমাদের শুনাব এক প্রেম কাহিনী,
কাহিনীর নাম গ্রামের মেয়ে নন্দিনী।
বাস্তবে নয় সে আছে মোর কল্পনায়,
তার ছবি এঁকেছি আমি প্রেম ভালোবাসায়।
আলতা রাঙ্গা পায়ে হেটে,
জল আনিতে যায় নদীর ঘাটে।
উনুর ঝুনুর বাজে নুপুর,
সকাল সন্ধ্যা দুপুর।
তার রেশমি চুলে আছে বেণী,
গ্রামের সে যে মধ্যমণি।
আছে তার অনেক গুণ রূপে যেন পরী,
তার মুখের মিষ্টি হাসি আমার মন নিল কাঁড়ি।
নয়ন মাঝে লজ্জা দেখি চেয়ে তার পানে,
বেণীই দেখি হাসনাহেনা কনক দোল কানে।
রূপের বড়াই নেই তার সে যে রূপের রাণী,
আমার মনে করে বাস গ্রামের মেয়ে নন্দিনী।
সাহিত্য প্রেমি আকাশ সরকার