inbound3980859029078801131
inbound3980859029078801131

কবিতা

শিরোনামঃ মাটির ঘর
মাটির দেশে জন্ম আমার
থাকি মাটির ঘরে,
আমি কত কষ্ট পাই
রোদ বৃষ্টি ঝড়ে।
কষ্ট গুলো ভুলে থাকি
সুখ পাব বলে,
সাদামাটা সহজ সরল
জীবন মোর চলে।
বেশি সুখ রাখার মত
ঘরে যায়গা নাই।
দুঃখ নিয়ে বাস করি
দেখার মানুষ নাই।
ক্ষয়ে গেছে ছাউনি আমার
জলের ফোঁটা পড়ে,
বাতাসে বড় চাপ দিলে
খুটি খাটি নড়ে।
দুঃখ কষ্ট বুকে রেখে
সুখ বিলায়ে দেই
সব সময় হাসি মুখে
গ্রহন করে নেই।

inbound3980859029078801131

সোহাগ রানা

Leave a Reply