inbound2187285964454234931
inbound2187285964454234931

কবিতা

চেনা সুর
কবির হোসাইন
সিলেট

সেই চেনা সুর জানি বহুদূর
শুনিতে পারিনা সরাসরি,
কত যে মধুর মায়ারি চাদর
হারিয়েছি কত তাড়াতাড়ি।

সেই চেনা মুখ হারাল যে চোখ
আপনেরা হল বুঝি পর,
শুধু কাঁদে মন ছুটে সারাক্ষণ
খুঁজি তাদের অতঃপর।

আজব এ ধরা বাঁধন হারা
সবাইকে নিল বুঝি কাড়ি,
কিসের নেশায় ছুটিছে ধরায়
আপন বাড়ি ছাড়ি।

কোথা হারালে হাতটা বাড়ালে
পায়না গো আর কভু দেখা,
এভাবেই সবাই হারাবে একদিন
রবো আমি সেদিনও একা।

ওগো রহমান তুমি বহমান
হৃদয়ে দাওনা প্রশান্তি,
দাওনা ঢেলে কুরানের নূর জ্বেলে
দূর করে সব অশান্তি।

inbound2187285964454234931

কবির হোসাইন

Leave a Reply