২১-০৩-২০২৩
কুমিল্লা বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#একদিন_একাকী_#
পৃথিবীর সব অণুকে নিয়ে একাকী
একসময় হেঁটে যাই নিঃশব্দে
কবির চোখে চোখ রেখে দেখি
নদীর বুকে সময়ের নৌকো নিরবধি
ঢেউয়ের তালে তালে এগিয়ে যায় গভীরে।
তারও হয়তো স্বপ্ন আছে সাগরে যাবার
ছোট ছোট ছন্দোরাশির মত জলরাশি
ছিটকে পড়ে কখনো আকাশকে ডাকে
টুকরো টুকরো অনুবাদে তুলে ধরে প্রতিপদে
জীবনের মানে যবনিকাহীন উষ্ণতার স্বরে।
বৃষ্টির দিনে যেমন দাড়কাক ভেজায় তার দেহ
ছাদের কোণে অথবা আবেগভরা সবুজ কিশলয়ে
হীরের টুকরোর মত বৃষ্টি ফোটাগুলো শিউরে ওঠে
ঋতুবতি মৃত্তিকার অভয়ারণ্যে একদিন আঁতকে গর্ত
সৃষ্টি করে নিজের দেহে কোন ঘরবিহীন রাখালের মত।
অতঃপর বৃষ্টিগুলো মিশে যায় মানুষের বুকে অনেক
প্রতীক্ষার আকুল ইশারায় সূর্যেরা জেগে ওঠে আবার
রৌদ্রমুখর সকালের সামিয়ানায় জীবনের গান ধরে
একএক করে মাঝির কণ্ঠে প্রেরণার উপকূলে বৈঠায়
পালগুলো দৃরন্ত বাতাসে মেলে ধরে নিজেকে
আগামীর স্রোতবহুল ফল্গুধারায়।
Pradip Bhattacharjee