inbound6433877165376990207 9wpxIFskf5VM
inbound6433877165376990207 9wpxIFskf5VM

কবিতা

০১-০৪-২০২৩
কুমিল্লা বাংলাদেশ
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-রক্তাক্ত_করলে_#

তুমি বলেছিলে এসো এই গগনে
দুজনে একটা নতুন পৃথিবী গড়ি
যেখানে মনটা হবে নীলাকাশ।

আমিও বললাম এসো এই জোছনার কাননে
একমনে গড়বো বিশ্বাসের পাহাড়
অতঃপর ফেলবো শংকাহীন নিঃশ্বাস।

পৃথিবী দেখবে আমাদের সূর্য
কত আলো নিয়ে সরায় আঁধার
সকল বর্বরতার ঢাল হয়ে আমাদের যুদ্ধ।

হঠাৎ কোত্থেকে এসে তুমি ছুঁড়লে বক্ষে
বিষাক্ত তীর,রক্তাক্ত করলে বিশ্বাসের পৃথিবী ;
স্বপ্নের বাগান সকল সবুজ বৃক্ষ।

inbound6433877165376990207 9wpxIFskf5VM

Pradip Bhattacharjee

Leave a Reply