আমার নবী
শাহীন খান
আমার নবী চোখের মনি চন্দ্রতারার রাত
বুকের ভেতর খুশির পরশ দারুণ অকস্মাৎ।
ঢেউ জাগানো নদী সে যে পাল তোলা এক নাও
প্রখর রোদে শীতল করা মিষ্টি মধুর বাও।
ফুল সুরভি প্রাণের পাখি এক অনাবিল সুখ
এই জগতের সকল কিছু তার প্রেম উন্মুখ।
বৃষ্টিমুখর দিনলিপি সে বসন্তেরই ক্ষণ
চারদিকেতে জয়ের ধ্বনি কি যে আলোড়ন!
মহান রবের দোস্ত তিনি পেয়ারা নবী সে
সবুজ শ্যামল রঙ্গিন আলো হাজার ছবি সে।
আখেরাতের বিচার দিনে পাশে রবেন তিনি
সমস্ত কুল তাহার কাছে ভীষণ রকম ঋণী।
।।।।।।।।।।।
বানারীপাড়া ৮২৯০
বরিশাল
০১৭৬০৬৭৮৯৬৮
শাহীন খান