০২-০৪-২০২৩
কুমিল্লা বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#মনে_হয়_তবে_না_#
মাটি থেকে চারাগাছটা বের হয়ে
আস্তে আস্তে বটবৃক্ষ হয়ে যায়।
দূর থেকে মনে হয় সে যেন দিগন্তের বলয়ে
প্রাণের সূর্যটাকে নিমিষে ছূঁতে চায়।
কাছে এসে দেখি আসলে আমার
মেকী কল্পনার আড়ালে খেলে ঔদ্ধত্য
সকল ভুলের অমারজনীয় গভীর ক্ষত।
মূলতঃ ছায়ার অনুভবে দেখি ছায়া অজস্র
ক্লান্তিতে শ্রান্তির অবিনস্বর বিছানা।
আসলে সে গরল এ পৃথিবীর জল হয়ে
পৌঁছে দ্যায় জীবনের শিরায় উপশিরায়,
পা থেকে মাথায় রূপ বৈচিত্রে প্রাণের নেশায়
কেবল ছায়া-বন্ধু সময়ের প্রান্ত ধারায় যেমন
অগনন মায়ের কোলে শিশু নদীর বুকে নৌকো।
Pradip Bhattacharjee