inbound8871014740057017856
inbound8871014740057017856

কবিতা

একটা কবিতা লিখবো বলে— সমুদ্র পাড়ে দাঁড়ায়
চা ‘ য়ের কাপে চুমুক দিয়ে, ঠোঁটে ঠোঁট চেপে ধরি।
তোমাকে আঁকবো বলে—
জ্যোৎস্নায় ভেসে যাওয়া চাঁদ দেখি
দুঃখের সাথে নিজেকে পুড়িয়ে ছারখার করে ফেলি।
তোমাকে মনে করি, তোমার চোখ, মুখ, ঠোঁট বিশ্লেষণ করি
তারপর— সমুদ্রের ফেনার মতো তোমাকে শাড়ি পড়ায়
আকাশে ভেসে যাওয়া তারা এনে, তোমার কপালে টিপ দিয়ে চুমু খাই!

হঠাৎ মেঘ চমকালে হাত থেকে চা ‘ য়ের কাপ পড়ে গিয়ে, সমুদ্রের ঢেউয়ে ভেসে যায়—
পায়ের নিচতলার মাটি নিয়ে যায় সমুদ্র
আমি তখন— পৃথিবী হতে দেড় ইঞ্চি নিচে তলিয়ে যায়!

inbound8871014740057017856

সীমান্ত হেলাল

Leave a Reply