inbound240677046912281358
inbound240677046912281358

কবিতা

❤️আবারো ফিরেছে পুষ্পিতা।❤️
— Hasanol banna bin obaidullah

ফুটেছিল এক পুষ্পিতা মোর জীবন বাগে,
নির্মল অনুভবে সহসা প্রেম প্রেম জাগে।

হঠাৎ হারিয়ে গেল সে, এক ভোর বিহানে,
জ্বলছি আমি যখন তার প্রেমের আগুনে।

এসেছে আবার ফিরে করজোড় আবেদনে,
পুলকিত হয়েছে হৃদয় আনন্দের শিহরণে।

সে এক পরশ পাথর, দূর্লভ, অসামান্য,
যার আকষ্মিক ছোঁয়ায় হয়েছি আমি ধন্য।

সে থাকবে কি তখনো? কাটাবো যবে জীবনের শেষক্ষণ!
হবে কি আমার সনে একাত্মা,এক মন?

নাকি আবারো হারিয়ে যাবে কোনো এক প্রহরে?
ভীড় জমাবে গিয়ে অন্য কারো শহরে!

অজানা আশঙ্কায় বুক কাঁপে ধুক ধুক,
ছেয়ে যায় হৃদয়ে হাহাকার, শোক।

কৃতার্থ আমি তার ফিরে আসার তরে,
নব প্রণয় না ভাঙুক আর কোনো ঝড়ে।

আশার ডানায় ভর করে বুনেছি স্বপ্নের জাল,
সে থেকে যাক জীবনে চিরদিন, চিরকাল।

inbound240677046912281358

Hasanol banna

Leave a Reply