inbound741884888094654483
inbound741884888094654483

কবিতা

০৩-০৪-২০২৩
কুমিল্লা বাংলাদেশ,
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#এখানে_প্রাণের_কথা_বলে_#

চোখ দুটো এখন স্হির বিস্ময়ে
প্রাণের খোঁজে বলতে পারো কতকটা
শহর থেকে দূরে এখানে এই সাজানো
সারিবদ্ধ বৃক্ষের ছায়াতলে

অসীম বন্ধনের
অমলিন ডোরে যার মাথার ওপরে সূর্য দেবতা
উঁকি মারে তার উষ্ণ আলোর প্রবাহে।

এখানে দুর্বল প্রাণেরাও স্পর্ধা দেখায়
অসীম জীবনের। এখানে প্রেম কথা বলে
পাতার মর্মরে আওলা বাতাসে উচ্ছাসের সর্য‍্যের।

এখানে আগামীর পাখিরা চঞ্চল ভাষায়
কিচিরমিচির করে একপ্রান্ত থেকে অপর প্রান্তে।

এভাবে জীবন এখন ঘুমিয়ে পড়ে এখানে
জোছনার রাত্তিরে।একসময় মধ‍্যগগনে
জেগে ওঠে লোভের তিমির।

বিধ্বস্ত করতালিতে
ঘুম ভাঙ্গিয়ে দেয় লোভি জিহ্বার মত হাত ।
টলমল করে লালসার পণ‍্যবাহি জাহাজ।
টপ্ টপ্ করে গড়িয়ে পড়ে প্রশান্ত সাগরে।

তারপর আগ্রাসি মাস্তুল তাক্ করে জীবনের স্পন্দনে। প্রাণেরা উধাও হয় একে একে
অস্তিত্ব অনুভব করে মৃত‍্যুর জাদুঘরে।

inbound741884888094654483

Pradip Bhattacharjee

Leave a Reply