০৪-০৪-২০২৩
কুমিল্লা বাংলাদেশ।
প্রদীপ ভট্টাচার্য,
কবিতা-#কাছে_ছিলাম_বলেই_#
সাগর দেখতে গিয়ে তোমার সাথে
প্রথম দেখা যখন স্রোতে
যাচ্ছিলে ভেসে
কাছে ছিলাম বলেই টেনে নিলাম তোমায়
অসহায় সেই মূহুর্তে
তুমি শিহরিত হলে লজ্জিত হলে
অতি কাছে থেকে দেখলাম
তোমার রক্তিম মুখ প্রেমের
আমার অসুখ হলো তখনি তোমায়
বলিনি কখনো।
তারপর সাগরের অনেক ঢেউ এলো তীরে
বসন্ত বাতাস লাগলো শরীরে
নাবিকেরা ফিরে গেল আবার
সাগরের গভীরে শুধু তুমি
হ্যাঁ শুধু তুমি আমি গেলাম রয়ে
একই জায়গায়
মুখোমুখি দাঁড়িয়ে।
এভাবে কতবারই কবিতা বললাম
একসাথে চললাম গাংচিল সাক্ষী রেখে।
ওরা যখন ছোঁমারে জলের বুকে
তুমি আঙ্গুল দিয়ে দেখালে
সেই চুম্বকের মত দৃশ্য
আমি ছুঁতে গেলাম তোমায়
তুমি হলে অস্পৃশ্য
দেখলাম আকাশে খণ্ড খণ্ড মেঘ অসহায়
এলো বাতাসে যাচ্ছে উড়ে।
অনেকদিন পরে খবর এলো
তুমি নাকি গেছো অচিনপুরে
আমি অনুভব করলাম
কে যেন তোমার সঞ্চয় থেকে কীযেন
নিয়ে গেছে সব শূণ্য করে।
Pradip Bhattacharjee