You are currently viewing কবিতা

কবিতা

শিরোনামঃ নবরাত্রি
কলমেঃ শাকিল ইসলাম
তারিখঃ ২২/০৩/২০২৩

ভদ্রকালীর উপাসনায় রুধিরপ্রিয়া___
নবরাত্রি তন্ত্রধর্মের মাতৃকা উপাসনায়,
মাতৃকা উপাসনার ব্রত নবরত্ন সংখ্যায়।
মাঘী ও আষাঢ়ী মিলে গুপ্ত নবরাত্রি হয়,
চৈত্র ও আশ্বিন প্রকাশ্য নবরাত্রির জয়।

ভদ্রকালীর উপাসনায় নব বলিপ্রিয়া__
বঙ্গেতে নবরাত্রি বাসন্তী ও শারদীয়া,
ষষ্ঠী তিথিতে বোধন দশমীতে বিজয়া।
চৈত্র নবরাত্রি সূচনা বাসন্তী বজ্রনির্ঘোষ
পঞ্চরাত্রির ব্রত ষষ্ঠী হতে দশমী ঘোষ।

আসন্ন বাসন্তী দুর্গাপূজায় সনাতনে__
ষষ্ঠী তিথিতে না হবে বোধন শুভক্ষণে,
দশমী তিথিতে বিজয়া নেই হৃদ মননে।
অষ্টমী ও নবমী তিথির শুভ সন্ধিক্ষণে
সন্ধি পুজো কর সবে মিলি কায় মনে।

মহাভারতে মাতৃধর্মের প্রক্ষেপ সুপ্রাচীণ
হরপ্পার পরতে সভ্যতার ছাপ অমলিন,
ভারতবর্ষে নবরাত্রি তন্ত্রধর্মের অর্বাচীন।
আদ্যাশক্তি আদি প্রথা নিরামিষভোজী
নবমী তিথিতে রামনবমী দেখছি আজি।

নবরাত্রি উদযাপন সংস্কৃতি থেকে নিসৃত
নবরাত্রি উদযাপন সভ্যতা থেকে বিস্তৃত,
যুগের সন্ধিক্ষণে যুগের পর যুগ সমাদৃত
সময়ের প্রয়োজনে সময় কর্তৃক আশ্রিত
প্রণাম মন্ত্রে আবাহন ভক্তি আয়োজিত।

inbound3944311559670283795.jpg

শাকিল ইসলাম

Leave a Reply